,

বানিয়াচংয়ে ৩৪ হাজার হেক্টর বোরো ধান চাষ শেষ

আনোয়ার হোসেন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার হাওর গুলোতে বোরো ধান চাষ প্রায় শেষের দিকে। গেল বছরের আগাম বন্যার ক্ষতি কাটিয়ে নতুন
ফসল ঘরে তুলে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ জানান এবছর উপজেলায় বোরো ধান চাষের লক্ষ মাত্রা ৩৭ হাজার হেক্টর জমি। ইতি মধ্যেই ৩৪ হাজার হেক্টর জমিতে ধান চাষ শেষ হয়েছে। গেল বছর আগাম বন্যায় উপজেলা ১৫ হাজার ৫ শ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। ফলে ১৮ হাজার ৫ শ ৩৫ জন কৃষক ক্ষতিগ্রস্থ হয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েন। জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অধিকাংশ কৃষকরাই গেল বছরের ক্ষতি কাটিয়ে উঠতে এবছর মহাজনের নিকট থেকে চড়া সুদে নগদ অর্থ এনে তাদের স্বপ্নের জমিতে ধান রুপন করেছেন। অনেকেই আর্থিক টানাপুড়নে জমিতে সার দেওয়ার সামর্থ নেই। স্থানীয় কৃষকদের দাবী বানিয়াচং উপজেলা ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে, মুল্যে যেন সার সরবারহ করার ব্যবস্থা করেন সরকার বাহাদুর।


     এই বিভাগের আরো খবর