,

খালেদা জিয়াকে স্বাগত জানাতে হাজারো নেতা-কর্মীর ভীড়, আউশকান্দিতে পথসভা ভন্ডুল

ছনি চৌধুরী/জসিম তালুকদার ॥ ব্যাপক প্রচার প্রচারনা করা হলেও শেষ পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে আউশকান্দি কিবরিয়া চত্বর বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পথ সভা অনুষ্ঠিত হয়নি। প্রিয় নেত্রীকে এক নজর দেখা ও তার কথা শুনার জন্য সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা আউশকান্দি কিবরিয়া চত্তরে অবস্থান নিলেও পুলিশের অনুমতি না নিয়ে পেন্ডেল তৈরী করার কারণে পুলিশের অনুরোধে বিএনপি দলীয় নেতাকর্মীরাই পেন্ডেল ভেঙ্গে ফেলে এতে সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। গতকাল সোমবার ৫ ফেব্রুয়ারী সিলেট হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে যাত্রাপথে আউশকান্দি কিবরিয়া চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পথ সভার আয়োজন করে। এ জন্য কিবরিয়া চত্বরে একটি সভা মঞ্চ তৈরি করা হয়। এ দিকে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা চত্বরে জড়ো হয়ে অবস্থান নিলে পুলিশ এসে অনুমতি না নিয়ে মঞ্চ তৈরি করার কারণে তাদেরকে মঞ্চ ও মাইক খুলে নেয়ার নির্দেশ দিলে নেতাকর্মীরা মঞ্চ ও মাইক খুলে নেয়। পরে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাতে দীর্ঘ লাইন ধরে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পথ সভা করতে না পারায় নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে।

ssssss

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেলা পৌনে ৩ টায় জনতার বাজার এবং ৩ টার দিকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আউশকান্দি কিবরিয়া চত্বর অতিক্রম করেন। এ সময় দলের নেতা-কর্মীরা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় আউশকান্দিতে নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) এস.এম আতাউর রহমান বলেন, প্রশাসনিক অনুমিত না থাকা ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং বিএনপি নেত্রীর নিরাপত্তার স্বার্থে তাদের নির্মিত সভা মঞ্চ ভেঙ্গে ফেলার অনুরোধ জানালে তারা তাদের মঞ্চ তুলে নেয়। এ ব্যাপারে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, পুলিশের বাঁধার কারণে আমরা পথ সভা করতে পারিনি। আমাদের স্টেইজ ভেঙ্গে ফেলা হয় এবং মাইক খুলে নেয়া হয়। রাতে আমাদের প্রচারনার গাড়িসহ মাইক থানায় নিয়ে যাওয়া হয়। আমরা বারবার পুলিশকে অনুরোধ করেও কোন অনুমতি পাইনি। তার পরেও হাজার হাজার নেতাকর্মী শত বাঁধা উপেক্ষা করে নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আসায় সবাইকে কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সমর্থকগণ মিরপুর থেকে শেরপুর পর্যন্ত ব্যানার ফেস্টুন, প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্থানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সৌজন্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গীদের জন্য বিভিন্ন ধরণের পিঠা তৈরি করে প্যাকেটে করে লাঞ্চ হিসাবে দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর