,

নবীগঞ্জে ক্লিনিকের কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলার হালিতলা কমিউনিটি ক্লিনিক এর নব-নির্মিতব্য ক্লিনিকটি বিভিন্ন অজুহাতে কাজ রেখে পালিয়ে গিয়েছে অসাধু ঠিকাদার। প্রায় বছর খানেক সময় অতিবাহিত হবার পর কাজের কোন অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে ক্লিনিকের ভূমিদাতা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জ সিভিল সার্জনসহ  সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ, উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত হাালিতলা গ্রাম। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে একই গ্রামের আব্দুল বাছিত ০৫ শতাংশ ভুমি কিèনিকের  নামে রেজিষ্ট্রি  করে দেন। পরে সরকারের পক্ষ থেকে তার দেয়া ভূমিতে ক্লিনিকের নতুন ভবন করার উদ্দ্যোগ গ্রহন করা হয় এবং কয়েক লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। কাজের দায়িত্ব পান সিলেটের এক ঠিকাদার। তিনি নামকাওয়াস্তে কিছু কাজ করে অবশিষ্ট কাজ রেখে পালিয়ে যান। এতে দেখা দেয় বিরুপ প্রতিক্রিয়া। অবশেয়ে প্রায় বছর খানেক সময় অতিবিাহিত হবার পর কাজের কাজ কিছুই না হওয়ায় ক্লিনিকের ভূমি দাতা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগপত্র হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চেীধুরী রিসিভ করে গুরুত্ব সহকারে সমস্যার সমাধানে ব্যবস্থা নিতে সুপারিশ করেন। এ ব্যাাপারে সিলেট বিভাগের স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনির উদ্দিনের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ সত্য, তবে আগামী এক মাসের মধ্যে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করা হবে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ আব্দুস সামাদ জানান, হালিতলা ক্লিনিকের ব্যাপারে তার কোন কিছু জানা নেই।


     এই বিভাগের আরো খবর