,

নবীগঞ্জে দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়ায় গুণীজন সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার নবীগঞ্জ পৌরসভাধীন পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে পবিত্র
কুরআন ও বিজ্ঞানের বিশ্লেষক, আর্ন্তজাতিক ভৌগোলকবিদ, কানাডা প্রবাসী মোহাম্মদ সাঈদ আব্দুল মতিন সাহেবের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী, আরমান উল্লাহ ইসলামিক একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুশাহীদ আলী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য নাসির আহমদ চৌধুরী, অধ্যক্ষ লুৎফুর রহমান, শিক্ষক আব্দুল মুকিত পাঠান, ছাত্র সংসদের ভিপি রোখশানা আল তমা, বিদায়ী ভিপি নাজমুল হক মাসুম, আলিম পরীক্ষার্থী আবু হানিফা প্রমুখ। উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার হাসান কুদরতুল ফেরদাউস চৌধুরী শাহী, ইসলামিক  শিক্ষা সোসাইটির ভাইস চেয়ারম্যান সাইদুল হক চৌধুরী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, আাক্কাছ আলী, মাষ্টার আব্দুল মালিক চৌধুরী, মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, সংবর্ধিত ব্যক্তিত্বের বড় ভাই হাজী আব্দুছ সবুর, ভাতিজা যুবায়ের আহমদ, মাও: আবু সালেহ  প্রমুখ। উক্ত প্রোগ্রামে সংবর্ধিত ব্যক্তিত্ব শিক্ষার্থী-শিক্ষক ও উপস্থিত সকলের মাঝে কুরআন, হাদীস, বিজ্ঞান, ভুগোল ও ইতিহাস বিষয়ে প্রশ্ন করেন। সঠিক উত্তরদাতাকে তাৎক্ষনিক এক থেকে দুই হাজার টাকা পুরস্কার প্রদান করেন। এছাড়া মাদরাসার ব্রিজের জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করে বিজ্ঞান ভবন নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করেন। তিনি আগামীতে দেশে আসলে আবারো দারুল হিকমাহ জামেয়ায় আসার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে প্রধান সংবর্ধিত ব্যক্তিত্বের বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করে বলেন, মোহাম্মদ সাঈদ আব্দুল মতিন শুধু নবীগঞ্জের নন, তিনি হবিগঞ্জ জেলার গৌরব। কুরআন-বিজ্ঞান ও ভুগোলের উপর তাঁর অসাধারণ দখল দেখে সকলেই অবিভুত। তিনি দারুল হিকমাহ উন্নয়নে আব্দুল মতিন সাহেবকে বিশেষ নজর দেয়ার অনুরোধ করে নিজেও মাদরাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার ঘোষনা দেন।


     এই বিভাগের আরো খবর