,

হবিগঞ্জে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ ॥ আটক ৭

জুয়েল চৌধুরী ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ছয়জনের কারাদন্ডের রায় ঘোষণার পর হবিগঞ্জে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের
ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় জেলার বিভিন্নস্থানে অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের শায়েস্তানগর এলাকায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, খালেদার মামলার রায়ের পরপরই শায়েস্তানগর পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘন্টাখানেক পর আবারও শায়েস্তানগরের পইল রোডে বিএনপি কর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পুলিশ বাঁধা দিলে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেল নিক্ষেপের কারণে শেখ হাসিনা মেডিকেল কলেজের গ্লাস ভাংচুর করা হয়। এ ছাড়াও শহরের উমেদনগর স্ট্যান্ডে বেশ কয়েকটি সিএনজি ভাংচুর করা হয়। পুলিশ ১৬ রাউন্ড টিয়ার সেল ও ৬৮ রাউন্ড শর্টগানের গুলি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৭ জনকে আটক করা হয়। এছাড়া জেলার বানিয়াচং উপজেলায় মিছিল বের করলে ৩ বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। পরে দুর্বৃত্তরা শহরের অনন্তপুর এলাকায় শিবিরের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। চুনারুঘাট উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ মিছিলটি পন্ডু করে দেয়। এদিকে, আদালত এলাকায় অবস্থান নেওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের আনন্দ মিছিল বের করে।


     এই বিভাগের আরো খবর