,

হবিগঞ্জে অর্ধশতাধিক বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি পুলিশ এসল্ট মামলা দায়ের

 

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর থানায় অর্ধশতাধিক বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। এদিকে আটককৃত জেলা যুবদলের অর্থ সম্পাদকসহ ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসান ও কামাল হোসেন বাদি হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। এতে কেন্দ্রীয় যুবদল নেতা মুহিবুল ইসলাম শাহীন, যুবদল নেতা আব্দুল মন্নান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা যুবদল নেতা জালাল আহমেদ, পৌর যুবদলের সফিকুর রহমান সিতু, মুর্শেদ আলম সাজনসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামী করা হয়। এ ছাড়া অপর একটি মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাত লোককে আসামী করা হয়। আটক জেলা যুবদলের অর্থ সম্পাদক এসএম মানিক, যুবদল নেতা জাকির হোসেন, ছাত্রদল কর্মী ইব্রাহিম, শামীম মিয়া, কাওছার মিয়া ও ফয়ছলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাদন্ডের ঘটনায় হবিগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।


     এই বিভাগের আরো খবর