,

সুশিক্ষা ছাড়া কোন দেশ বা জাতি মাথা উচু করে দাঁড়াতে পারেনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, সুশিক্ষা ছাড়া কোন দেশ বা জাতি মাথা উচু করে দাঁড়াতে পারবেনা। সুশিক্ষার পাশাপাশি আজকের কোমল মতি ছাত্র/ছাত্রীদের চরিত্রবান ও সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের জন্য এদেশের কর্ণধার। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা এলাকায় স্থাপিত নব-গঠিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বিদ্যালয় মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮টি গ্রামের সমন্বয়ে এবং প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ের আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি। শুভ উদ্ধোধনের আনুষ্ঠানিক ঘোষণা দেন জমিদাতা ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর উদ্দিন। মাষ্টার সোহেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল সালাম, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ, ফাউন্ডার সদস্য আলহাজ্ব নছর উদ্দিন, কুতুব উদ্দিন, কনর মিয়া প্রকাশ বিরাম উদ্দিন, আবুল কাছ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী প্রমূখ। আয়োজিত অনুষ্ঠানে ৩৭ জন ট্রাষ্টি সদস্য এবং প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বৃন্দকে সম্মাননা স্বারক দেয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়নে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু দুই লক্ষ টাকা, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক সড়ক সংস্কার এবং বাজকাশারা গ্রামের কৃতি সন্তান আব্দুল মুহিত পরিবারের তরফ থেকে ১৬ শতক জমি দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর