,

নবীগঞ্জে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ॥ গ্রেফতার এড়াতে আত্মগোপনে

ছনি চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদলের ৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত রেখে বিশেষ ক্ষমতা আইনে একে অপরের সহযোগীতায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাংচুরের চেষ্টার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী। মামলা সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গত ১০ ফেব্রুয়ারী শনিবার নবীগঞ্জ পৌরসভাধীন শেরপুর রোডস্থ মা হোটেল এর সামনে পাকা রাস্তার ওপর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ একে ওপরের সহযোগীতায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাংচুরের চেষ্টার অপরাধে এ মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামীরা হলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী (৪৪), নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন (৩৯), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়েছ চৌধুরী (৩৬), কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি (৩৩), নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল (৩৬), উপজেলা ছাত্রদল নেতা জাকির আহমেদ (১৯), তাঁতীদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম উফরি মিয়া (৪২), উপজেলা ছাত্রদল নেতা শিহাব আল আজাদ (২২), নবীগঞ্জ কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম শয়ন (২৮) সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করা হয়। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস.আই শামছুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহারভূক্ত আসামীদের মধ্যে ছাত্রদল নেতা জাকিরকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


     এই বিভাগের আরো খবর