,

নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নাইটগার্ড পুত্র পিঠিয়ে গুরুতর আহত করেছে এক ছাত্রকে ॥ অভিভাবকদের মধ্যে আতঙ্ক

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবার নাইটগাডের্র ছেলে কর্তৃক ছাত্র পিঠানোর ঘটনা সংঘটিত হয়েছে। গতকাল সোমবার বেলা ২ টায় এ ঘটনা সংগঠিত হয়। গুরুতর আহত ওই স্কুল ছাত্রকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী রুনা বেগমের পুত্র হাবিবুর রহমান রাসেল নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীর (বি-সেকশনের ২২ নম্বর) ছাত্র। অন্যান্য দিনের মতো সে সোমবার সকালে যথারীতি স্কুলে যায়। দুপুরে টিফিনের সময় রাসেল ও তার সহপাঠী আশরাফ খেলা করার সময় স্কুলের একটি চারা গাছের খুটি ভেঁেঙ্গ ফেলে। ওই স্কুলের  নৈশ্য প্রহরী কাম দপ্তরী ধনাই রাম রাউথ হলেও গতকাল সোমবার দায়িত্ব পালন করছিল তার পুত্র নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র অজয় রাম রাউথ। পুর্ব বিরোধ থাকার কারণে অজয় রাউথ ক্ষিপ্ত হয়ে আশরাফকে কিছু না বললেও রাসেলকে মারপিঠ করে। অজয় রাসেলের হাতের কব্জি মুছড়িয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন তার রুনা বেগম। গুরুতর আহত অবস্থায় রাসেলকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে ওই স্কুলের নৈশ্য প্রহরী কাম দপ্তরী ধনাই রাম রাউথ স্কুল নোংরা করার ভূয়া অভিযোগ এনে গাছের ডাল দিয়ে রাসেলকে ব্যাপক মারপিট করেছিল। বিষয়টি ওই সময় স্থানীয় মুরব্বী ও স্কুলের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনের মাধ্যমে ধনাই রাউথ ক্ষমা প্রার্থনা করায় বিষয়টি নিস্পত্তি হয়েছিল। ওই সময় স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন ভবিষ্যতে যদি এধরনের ঘটনা ঘটে তাহলে ধনাইকে স্কুল থেকে বের করে দেয়া হবে। সচেতন মহলের প্রশ্ন যেখানে স্কুলের শিক্ষক ছাত্রকে পিঠানোর কোন নিয়ম নেই সেখানে একই ছাত্রকে বার বার পিঠাচ্ছে নৈশ প্রহরী ধনাই ও তার পুত্র অজয়। এখন সচেতন অভিভাবকদের প্রশ্ন ধনাই ও তার পুত্র অজয়ের খুঁিটর জোর কোথায়?


     এই বিভাগের আরো খবর