,

নবীগঞ্জে সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তার স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলায় সাবেক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীনের স্বামী সামছুজ্জান এর বিরুদ্ধে কাজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ এনে একাধিক কাজের মেয়ের অভিভাবক মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন আলেয়া বেগম ও আছিয়া বেগম এবং রুশেনা বেগম নামের তিন মহিলা। অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ, ওই উপজেলায় বিগত ২০১৭ সালে মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা পারভীন নামের মহিলা। এ সময় তার বাসায় কাজের মেয়ে হিসেবে বিগত ২০১৭ সালের ১লা এপ্রিল থেকে ২০ শে এপ্রিল পর্যন্ত দায়িত্বে ছিলেন নবীগঞ্জ সদর ইউনিয়নের রাজাবাদ গ্রামের আব্দুল কাদির মিয়ার কন্যা মোছাঃ রাশেদা বেগম। সেলিনা পারভীনের স্বামী সামছুজ্জামান হবিগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট এ চাকুরী করতেন। প্রতি রাতেই তিনি স্ত্রীর কর্মস্থল নবীগঞ্জের বাসায় আসতেন। এরই সুবাধে কাজের মেয়ে রাশেদাকে রাত্রি বেলায় তার শয়ন কক্ষে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করতেন। ওই ঘটনা স্ত্রী সেলিনা পারভীনও জানতেন। মেয়ের পিতা-মাতা ও বিষয়টি জানতে পেরে এ ঘটনায় সালিশ বৈঠকের ব্যবস্থা করেন। সাালিশ বৈঠকে রায় হয় শ্লীলতাহানির শিকার রাশেদার বিয়ের জন্য টাকা দেবেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন ও তার স্বামী সামছুজ্জামান। এমনকি মহিলা বিষয়ক কর্মকর্তা স্বামীর ইজ্জত সম্মান রক্ষার্থে তিনি নিজেই বিবাহের টাকা দেয়ার কথা স্বাীকার করেন। এরই মধ্যে তিনি নবীগঞ্জ থেকে বদলী হয়ে সিরাজগঞ্জে যান। এরপর একাদিক বার তার সাথে রাশেদার অভিভাবকগন যোগাযোগ করলে তিনি কোন সাড়া দেননি। অবশেষে নিরুপায় হয়ে শ্লীলতাহানির শিকার রাশেদার মা মোছাঃ আলেয়া বেগম ন্যায় বিচার চেয়ে গত ৪ই মার্চ রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তর আগারগাঁঁও ঢাকা, শিক্ষা মন্ত্রনালয়, দুর্নীতি দমন কমিশন, হবিগঞ্জ ৩ আসনের এমপি, জেলা পরিষদ হবিগঞ্জ, জেলা প্রশাসক হবিগঞ্জ, পুলিশ সুপার হবিগঞ্জ ও অধ্যক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট হবিগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া সামছুজ্জামানের বিরুদ্ধে নবীগঞ্জ মায়ানগর গ্রামের পপি আক্তার (১৫) এর মা আছিয়া বেগম ও হালিতলা গ্রামের প্রীতি আক্তার (১৫) এর মা রৌশন বেগম একই অভিযোগ এনে উল্লেখিত বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সামছুজ্জামানের সাথে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহ্রত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।


     এই বিভাগের আরো খবর