,

নবীগঞ্জ কলেজে বাংলাদেশের মুক্তি সংগ্রামের আলোকচিত্রমালা’র প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নবীগঞ্জ কলেজ ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১১টায় কলেজ লাইব্রেরী ভবনে মুক্তি সংগ্রামের আলোকচিত্রমালার প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদ। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ সুলতানা, বাংলা বিভাগের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, অধ্যাপক নাসরিন আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ সফর আলী, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাসনা জাহান, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, মোঃ আরোজ আলী শেখ, মোঃ আমির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, কৃপেশ চন্দ্র দেব, মোঃ খালিকুজ্জামান, মোঃ রেজাউল আলম, রূপেশ চন্দ্র দাশ, অসীম কুমার রায়, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, ফজলে এলাহী মোঃ ফরহাদ, শাহ্ ফুয়াদ ইমাম, মোঃ শাহীন মিয়া, খালেদা বেগম, মোদাচ্ছির আলী, মোজাম্মেল আলী সিকদার, মোঃ ফরিদ আহমদ, সালমা জাহান, মোঃ আবুল কাশেম, উত্তম কুমার দাশ, প্রদর্শক মোঃ দুদু মিয়া, কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক সংগৃহীত স্বাধীনতা সংগ্রামের দুর্লভ চিত্রগুলো স্থান পায়। কলেজের ছাত্র-ছাত্রী ও উপস্থিত দর্শকবৃন্দ প্রদর্শনীটি বিশেষভাবে উপভোগ করেন। উক্ত প্রদর্শনী ২৬ শে মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিদিন বেলা ১২.১০ কা থেকে বিকাল ৩টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীর অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর