,

বঙ্গবন্ধুর ভাষনে সাড়ে ৭ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ করেছিলেন

আনোয়ার হোসেন ॥ বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২
আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাষনে সেদিন নিরস্ত্র বাঙ্গালি স্বশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন। তিনি আরও বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে আর একটি স্বাধীনতার ঘোষনা দেওয়া বিদ্রোহের শামিল। কিন্তু বঙ্গবন্ধুর সুচতুর ভাষনে বিদ্রোহ ছিলনা, ছিল ধর্ম, বর্ণ, দলমতের ঐক্যবদ্ধ হওয়ার ভাষন। তার এ ভাষনকে ইউনোস্কো স্বীকৃতি দেওয়ায় আমরা বাঙ্গালি জাতি হিসেবে গর্বিত। এদেশের প্রবাসীরা বিদেশে বঙ্গবন্ধুর দেশের কিংবা বাংলাদেশের মানুষ হিসেবে পরিচয় দিতে পেরে আনন্দিত হন। আসুন আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করি। গতকাল বুধবার বিকালে স্থানীয় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপেিত্ব ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শুকরানার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক, কাজী মাওলানা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক জিএস নজরুল ইসলাম খান, উপজেলা যুবলীগ সেক্রেটারী শেখ আলমগীর মিয়া, যুবলীগ যুগ্ম সম্পাদক আজমল হোসেন খান, ছাত্রলীগ সাবেক সভাপতি আনোয়ার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, ইয়াছিন আরাফাত মিল্টন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ সোহেল, সেক্রেটারী আবু আশশাফ চৌধুরী বাবু, আওয়ামীল নেতা আরজু মিয়া, ছাত্রলীগ নেতা উজ্জল, রিপন চৌধুরী, কাউছার আহমেদ শিহাব প্রমুখ।


     এই বিভাগের আরো খবর