,

জানাযায় হাজারো মুসল্লিদের ঢলবানিয়াচংয়ের প্রবীন সাংবাদিক হাফেজ সিদ্দিক আর নেই

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক ও রাজনীতিবিদ হাফেজ সিদ্দিক আহমদ আর নেই। ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মরহুমের নামাজে জানাযায় হাজার হাজার মুসল্লিদের ঢল নেমেছিল। জানা যায় দীর্ঘদিন যাবৎ প্রবীন এ সাংবাদিক হৃদরোগে ভোগছিলেন। কয়েকদিন হঠাৎ তিনি বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা শেষে তিনি বুধবার ভোর ৪টায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন। মরহুমের জানাযার নামাজ গতকাল বুধবার দুপুর ২টায় স্থানীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামের দায়িত্বে ছিলেন, মরহুম হাফেজ সিদ্দিক আহমদ এর ছোট ভাই মাওলানা আতাউর রহমান। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধ আমির হোসেন মাষ্টার, বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, আওয়ামীলীগ সেক্রেটারী ইকবাল হোসেন খান, শাহী ঈদগাহের ইমাম মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দাল হোসেন খান, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর সম্পাদক ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, রেফাছ মিয়া, আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাংবাদিক শফিকুল ইসলাম চৌধুরী, সাঊেশ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, বড়বাজার ব্যকস সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসাইন, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য আব্দুল কদ্দুস বিশ^াস, সাংবাদিক মোঃ মোতাব্বির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নকিব ফজলে রকিব মাখন, সাংবাদিক এসএম খোকন, তোফায়েল রেজা সোহেল, জীবন আহমেদ লিটন, এসএম জহিরুল ইসলাম নাসিম, মখলিছ মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ। এদিকে প্রবীন সাংবাদিক মরহুম হাফেজ সিদ্দিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওখাত হাসান জীবন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাষ্টার, সেক্রেটারী ইকবাল হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি (আজীবন) বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসাইন, সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, জেলা মানবাধিকার সেক্রেটারী ও বানিয়াচং প্রেসক্লাব সহ-সভাপতি এস এম খোকন, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন, প্রেসক্লাব জয়েন্ট সেক্রেটারী কামরুল হাসান কাজল।


     এই বিভাগের আরো খবর