,

SAMSUNG CAMERA PICTURES

রোগীর টাকা নিয়ে উধাও ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের একদিকে দালালদের উপদ্রব, অন্যদিকে চিকিৎসার অবহেলায় অনেক রোগীরা মৃত্যুর সাথে লড়ছেন। তেমনি একটা ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের মৃত জমশের উল্লার স্ত্রী আছিয়া খাতুন (৯৫) বাড়িতে অসাবধনতাবশত আগুনে পুড়ে গতকাল বিকাল ২টার দিকে হাসপাতালে ভর্তি হন। তিনি গরীব হওয়ায় চিকিৎসাতো দুরের কথা, ডাক্তার দায় এড়াতে তাকে চিকিৎসা না দিয়ে সিলেট রেফার্ড করে দেন। সাথে সাথে নার্স তাকে ট্রলি দিয়ে জরুরি বিভাগের সামনে বাহির করে দেয়। খবর পেয়ে তার পুত্র রিকশা চালক আইয়ূব আলী হাসপাতালে ছুটে আসেন। তিনি গরীব হওয়ায় সিলেট যাওয়ার সামর্থ নাই বলে জানালে ডাক্তার তার কথার কোন কর্ণপাত না করে সিলেট নিয়ে যাবার কথাই বলেন। হাসপাতালে আসা রোগীর স্বজনরা সাহায্য দিয়ে ৭শ টাকা তুলেন। সন্ধ্যার সময় অজ্ঞাত দুই দালাল এসে ওই বৃদ্ধাকে সিলেট নিয়ে যাবার কথা বলে ৭শ টাকা নিয়ে সটকে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইয়ূব আলী তার মাকে নিয়ে জরুরি বিভাগের বারান্দায় পড়ে রয়েছে। এদিকে ডাক্তার ত্রিলোক চাকমা জানান, আগুনে পুড়ে যাওয়ায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর