,

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রির্পোটার ॥ ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নবীগঞ্জে আন্তর্জাতিক
নারী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী নারী উন্নয়ন মেলা, র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৪ জন জয়ীতা ও বিভিন্ন ওয়ার্ডের মহিলা মেম্বার উপস্থিত ছিলেন। মেলায় নারী ফোরামের পক্ষ থেকে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়, হোমল্যান্ড আইডিয়াল স্কুল, হীরা মিয়া গালস্ হাইস্কুল। মেলায় বিশেষ আর্কষন ছিল নারী ফোরামের উদ্যোগে পিঠা উৎসব। এ ছাড়া পাট এর জুতার স্টলও ছিল লক্ষ্যনীয়।


     এই বিভাগের আরো খবর