,

নবীগঞ্জের তাজপুর গ্রামে একটি পরিবারের মানসম্মান ক্ষুন্ন ও ভূমিচ্যুত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে করগাও ইউনিয়নের তাজপুর গ্রামে কতিপয় লোক দ্বারা একটি পরিবারের মানসম্মান ক্ষুন্ন ও ভূমিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে।
এক্ষেত্রে ওই ব্যক্তিরা মামলা ও জাল দলিল তৈরি করে ভূমিচ্যুত করতে কৌশল অবলম্বন করছে। এ অবস্থায় পরিবারের সম্মান ও নিজেদের ভূমি রা করতে শংকিত হয়ে পড়েছেন উল্লেখিত গ্রামের মৃত নিবারন দাশের পরিবার। একই উপজেলার কুড়িশাইল গ্রামের সুজিত দাশ, রামপুরের রতিশ দাশ ও মাধবপুর গ্রামের ইরেশ দাশ, ভৈরব দাশ, রানা দাশ ও বিধু দাশসহ কতিপয় লোক এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ নিবারণ দাশের ছেলে ইঞ্জিনিয়ার নিখিলেশ দাশের। ইঞ্জিনিয়ার নিখিলেশ দাশ জানান, তাদের পরিবারের মালিকানাধীন ৪ একর জমিকে দেবোত্তর সম্পত্তি করা হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে উল্লিখিত ব্যক্তিরা। গত রবিবার নিজেদের নালা থেকে মাছ ধরার সময় ওই লোকজন লাঠিসোটা নিয়ে তাদের লোকজনকে মারধোর করে এবং সেচ মেশিন নিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ রয়েছে। নিখিলেশ বলেন, আমি ঢাকায় ইপিকস প্রপার্টিতে প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছি। অথচ ওই লোকজন ১৪৪ ধারার অভিযোগে আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছে। ওই লোকগুলো হিংসার বশবর্তী হয়ে আমি ও আমার পরিবারকে হেয় করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এমতাবস্থায় আমরা সম্মান, নিজেদের ভূমি রায় শংকিত হয়ে পড়েছি।


     এই বিভাগের আরো খবর