,

বাহুবলের মৌড়ি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে স্কুল পোষাক বিতরণ করলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মৌড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শনিবার সকালে তিনি স্কুলে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ পোষাক বিতরণ করেন।  পোষাক পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রদর্শন করে। পরে রামপুরবস্তিতে আলোচনা সভায় যোগদান করেন এমপি কেয়া চৌধুরী। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন চলমান আছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিতে তিনি সবার প্রতি জোরালো আহবান জানান। এ সময় উপস্থিত জনতা হাত তুলে নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এমপি কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার তৃণমূলে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। তাই আজ দরিদ্র পরিবারের সন্তানরাও স্কুলে পড়াশুনা করে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, আমি নেত্রীর কাছ থেকে উন্নয়ন এনে বাহুবল-নবীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ উন্নয়নমূলক বরাদ্দ প্রদান করেছি। মৌড়ি স্কুলে পোষাক বিতরণ করে মনে তৃপ্তি পেলাম। আমার জন্য দোয়া করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে প্রার্থী হতে চাই। তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে চলমান রাখতে চাই উন্নয়নের ধারা। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, ম্যানেজিং কমিটির সভাপতি নিরোদ চন্দ্র পাল ও শিক্ষক, শিক্ষার্থী, মুরুব্বীয়ানসহ তৃণমূলেল শত শত লোকেরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর