,

নবীগঞ্জে ঘোলডুবা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন, অনিয়মের অভিযোগে প্রার্থীদের নির্বাচন বর্জন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয় ভোকেশনাল এর ম্যানেজিং কমিটির নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের এনে নির্বাচন বর্জন করেছেন অভিভাবক সদস্য পদে মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা। এ সংক্রান্ত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান এর নিকট দাখিল করে নির্বাচন বর্জন করেছেন তারা। অভিযোগে উল্লেখ করা হয়, উক্ত বিদ্যালয়ের অভিভাবক পদে নির্বাচনে তারা মনোনয় পত্র দাখিল করে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন গত ২৮ ফেব্রুয়ীরি নির্বাচনী প্রতীক বরাদ্ধের জন্য আহবান করেন। যথা সময়ে প্রার্থীগণ তাহার অফিসে উপস্থিত হলে নির্বাচন অফিসার প্রতীক ছাড়া নির্বাচন করতে বলেন। এ সময় প্রার্থীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি প্রধান শিক্ষকের মাধ্যমে লিখিত অভিযোগ দিতে বলেন। পরবর্তীতে লিখিত অভিযোগটি প্রার্থীরা নির্বাচন কর্মকর্তা সাদেক হোসেন এর হাতে দিলে অভিযোগটি বিভিন্ন অজুহাতে নষ্ট করার চেষ্ঠা করেন তিনি এবং তার নিজের হাতে আবেদন পত্রের লেখা কেটে দেন। এ সময় প্রার্থীরা এর কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এমতাবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন অফিসার সাদেক হোসেন একটি সাজানো নির্বাচনের চেষ্ঠা করছেন বলে অভিযোগকারীরা ধারণা করছেন। তাই বিষয়টি সুবিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি জানিয়েছেন। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতীক বরাদ্ধের কোন নিয়ম নাই। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন করা আমার দায়িত্ব।


     এই বিভাগের আরো খবর