,

নবীগঞ্জে কুর্শি ইউপির ৫নং ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নিয়ন পরিষদের উদ্যোগে “স্বচ্ছতা, জবাবদিহীতা এবং জন অংশগ্রহণ এর মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরানিত্ব করণে” শ্লোগানকে সামনে নিয়ে ৫নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ৫নং ওয়ার্ডে কুর্শি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আল-আমিন খাঁন ও সভা উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ শাজাহান মিয়া। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বার বার নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ মুসা। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর আক্তার চৌধূরী পান্না, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আব্দুল মুমিন, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কয়েস আহমেদ মাহদী, মোঃ তোয়াহিদ মিয়া, শিক্ষিকা নার্গিস বেগম, সুমা আক্তার, নাছিমা বেগম, অংশু দাশ চৌধুরী প্রমূখ। উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, জনবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে ১০ টাকা কেজি চাল, বিভিন্ন ভাতা, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে সার, বীজ, নগদ টাকা, ভিজিডি, বিশেষ ভিজিএফ (৩০ কেজি চাল এবং ৫শ টাকা), ইট সলিং, কালভার্ট, নলকূপ, সেলাই মেশিন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ, আরসিসি ঢালাই, যাত্রী ছাউনি, বৃক্ষ রোপন, ডিজিটাল সেন্টার উন্নয়নসহ অন্যান্য উন্নয়ন মূলক কাজ হচ্ছে। ৬নং কুর্শি ইউনিয়নের সর্বস্তরের সকল জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান ও সরকারের উন্নয়ন মূলক কার্যক্রমকে দ্রুত বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর