,

বাহুবলের পুটিজুরি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রুবেল আহমেদের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। তিনি নবীগঞ্জ উপজেলার বাসিন্দা হয়েও বাহুবল উপজেলার বাসিন্দা পরিচয়ে জন্ম সনদ নিয়ে উদ্যোক্তার চাকুরি করছেন বলে এ অভিযোগ উঠেছে। নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামের এক ব্যক্তি এমন অভিযোগ এনে গতকাল বুধবার জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন রুবেল আহমেদ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়ার পুত্র। অথচ তিনি বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের রাজসুরত গ্রামের বাসিন্দা মজনু মিয়ার পুত্র উল্লেখ করে জন্ম সনদ ও চেয়ারম্যান সার্টিফিকের্টের মাধ্যমে উদ্যোক্তা হয়েছেন। ফলে বাহুবল উপজেলার প্রকৃত উদ্যোক্তরা এ থেকে বঞ্চিত হয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের নিকট প্রতিকার দাবি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর