,

বাহুবলে চকহায়দর শ্রীশ্রী কানাইলাল জিউর আখড়া’র শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার শ্রীশ্রী কানাইলাল জিউর আখড়া’র শুভ উদ্বোধন হচ্ছে। আগামীকাল সোমবার এর প্রতিষ্ঠা উপলক্ষে ৪ দিন ব্যাপী বিশ্বশান্তিকল্পে অষ্ঠ প্রহরব্যাপী হরিনামযজ্ঞ মহোৎসবসহ বিভিন্ন ধর্মীয়ানুষ্ঠামালার আয়োজন করা হয়েছে। যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এছাড়াও প্রতিদিন দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানান আয়োজক কমিটি। জানা যায়, আগামীকাল সোমবার সকাল ৭টা ৩৮ মিনিটে উপজেলার চকহায়দর গ্রামে শ্রীশ্রী কানাইলাল জিউর আখড়া’র নব নির্মিত মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এরপর বিকাল ৩ টায় ধর্মসভা অনুষ্ঠিত হবে। যা পরিচালনা করবেন শ্রীল শ্রীমৎ অনন্ত দাস মোহান্ত গোস্বামী। স্থানীয় ভক্তবৃন্দদের পরিবেশনায় সন্ধ্যা সাড়ে ৬ টায় মঙ্গলদ্বীপ প্রজ্বনন ও ৭ টায় পঞ্চ আরতী কীর্ত্তন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী কানাইলালের পূজার্চনা ও বাল্য ভোগ নিবেদন-এর মধ্যে দিয়ে শুরু হবে নানা অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে বিকাল ৩ টায় শ্রীমদভাগবত পাঠ, রাত ৮ টায় অষ্ট প্রহরব্যাপী হরিনাম যজ্ঞের শুভ অধিবাস। পরিবেশনা করবেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক শ্রী বিকাশ পাল। বুধবার সকাল ৮ টা ১ মিনিটে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী কানাইলালের পূজার্চনা ও বাল্য ভোগ নিবেদন। দুপুর ১২ টা ১ মিনিটে শ্রীশ্রী কানাইলালের রাজভোগ ও চৌষষ্টি মোহান্তের ভোগ নিবেদন। দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা ৭ টায় পঞ্চ আরতি কীর্ত্তন। ও বৃহস্পতিবার সমাপনীতে রয়েছে ভোর ৬ টা ১ মিনিটে নগর পরিক্রমা ও হরিনাম যজ্ঞের সমাপন। সকাল ১০টা ১ মিনিটে যজ্ঞের পুর্ণাহুতি, দধির ভান্ড ভঞ্জন ও মোহান্ত বিদায়। উক্ত অনুষ্ঠান পরিবেশনা করবেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক শ্রী বিকাশ পাল। উক্ত ৪ দিন ব্যাপী উদ্বোধনীসহ সকল অনুষ্ঠানে ভক্তবৃন্দসহ এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী কানাইলাল জিউর আখড়া’র অধ্য শ্রীল শ্রীমৎ অনন্ত দাস মোহান্ত গোস্বামী আহ্বান জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর