,

চুনারুঘাটে প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকাদের বিরুদ্ধে ইউএনও বরাবরে অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাঁও সৈয়দ হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা খাতুন ও সহকারী শিক্ষিকা মিনারা আক্তার ও সুফিয়া আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। উক্ত প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকাদের বিরুদ্ধে পীরেরগাঁও গ্রামের বাসিন্দা তাছলিমা আক্তার (মিতা) গতকাল রবিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরণে জানা যায় যে, উক্ত ০৩ জন শিক্ষিকা বিদ্যালয়ে নিয়মিত আসেন না। সঠিকভাবে ক্লাস নেন না ও সঠিকভাবে স্কুলে পাঠদান করেন না। তারা নিজেরা ব্যক্তিগতভাবে ক্ষমতার অপব্যবহার করে আসছেন এবং ১ম শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র শেখ মোঃ আবু জাহির (জয়) কে ভর্তি রেজিষ্ট্রার থেকে নাম কেটে দেন। অপর দিকে এ বিষয়ে শিক্ষিকাদের কাছে জয়ের মাতা তাছলিমা আক্তার জানতে চাইলে তারা তাছলিমা আক্তারের সাথে অশালিন আচরণ ও গালিগালাজ করে জয়ের নাম ভর্তি রেজিষ্টার থেকে কেটে দেয়। ছাত্র/ছাত্রীরা স্কুলে এলেও স্কুল বন্ধ দেখে তারা বারান্দায় সময় কাটায় ও শিক্ষকদের জন্য অপেক্ষা করে। উক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ও অভিভাবকবৃন্দ।


     এই বিভাগের আরো খবর