,

নবীগঞ্জে শিক্ষার মানন্নোয়নে সাংবাদিকদের সঙ্গে প্রধান শিক্ষক সমিতির মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের শিক্ষার মানন্নোয়নে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় নবীগঞ্জ শহরের আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাহেলা খানমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সুজিত চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রুম্মানা বেগম। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সভায় বক্তব্য রাখেন, দৈনিক বিবিয়ানা’র সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময়’র প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, দৈনিক সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি’র নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, দৈনিক প্রতিদিনের সংবাদ ও জালালাবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক সলিল বরন দাশ, আব্দুর রকিব হক্কানী, এটিএম জাকিরুল ইসলাম জাকির, দৈনিক বিজয়ের বার্তা ডট কম সম্পাদক ছনি চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, জসিম উদ্দিন, সেলিম আহমেদ, এস এম আমীর হামজা প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষকরা বিভিন্ন সমস্যা তোলে ধরেন। তার মধ্যে উল্লেখ যোগ্য হলো পাঁচ দফা দাবী নন ক্যাডার দ্বিতীয় শ্রেনির গেজেটেড প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণ বিহীন উভয় প্রধান শিক্ষকদের বেতনস্কেলে প্রবেশ পদে জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উন্নীতকরণ ও ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করা এবং প্রধান শিক্ষকদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা, ১ম/২য়/৩য় টাইম স্কেলপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে করেস্পন্ডিং স্কেলে বেতন ফিক্সেশনের জন্য অর্থ বিভাগ থেকে সুস্পষ্ট নির্দেশনা জারী করা, দ্রুত নিয়োগবিধি প্রনয়ন করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান রেখে সাংগঠনিক কাঠামোতে প্রধান শিক্ষকদেরকে উপজেলা শিক্ষক অফিসারের অধীনে ন্যস্ত করা, সকল সরকারী প্রথমিক বিদ্যালয়কে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নিত করা, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণে প্রধান শিক্ষকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা ।


     এই বিভাগের আরো খবর