,

নবীগঞ্জে ড্যান্ডি খাওয়ার সময় দুই পথ শিশু জনতার হাতে ধরাশায়ী, থানা পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার ॥  নবীগঞ্জে নেশা জাতীয় দ্রব্য  ড্যান্ডি স্কুলের ছাদের ওপর খেতে গিয়ে জনতার ধরাশায়ী হলো দুই পথ শিশু। তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায়  নবীগঞ্জ শহরতলীর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সুত্রে জানায়, ওই উপজেলার  টুনাকন্দি চাঁনপুর গ্রামের সম্রাট মিয়ার পুত্র ফাহিম(১২) ও পৌর এলাকান তোড়ন মিয়ার পুত্র ফিরুজ মিয়া ওই গতকাল রাত ১১ ড্যান্ডি খাওয়ার জন্য অবস্থান নেয় ওই স্কুলের ছাদের ওপর। স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে হাতে নাতে আটক করেন। পরে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ড্যান্ডিঃ কোন রকম রাখঢাক নেই, একেবারে প্রকাশ্যে। ফুটপাত বা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা পলিথিন মুখে ধরে শ্বাস নেয় পথ শিশুরা। নবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা, ফুটপাত অথবা গ্রামাঞ্চলের আনাছে-কানাছে এ দৃশ্য দেখা যায়। জুতা-স্যান্ডেল তৈরি বা ফোমে ব্যবহৃত সলিউশন। দীর্ঘক্ষণ এভাবে নাকে মুখে শ্বাস নিলে মাথ ঝিমঝিম করতে থাকে। পাশাপাশি আসক্তি তৈরি হয়। বহু পথশিশু ডুবে আছে ড্যান্ডি নামের বিশেষ পদ্ধতির এই নেশায়। সচেতন মহল মনে করেন, ওই দুই শিশুর মতো অনেক শিশুরাই এ নেশায় মগ্ন রয়েছে। যারা নিয়মিত ড্যান্ডি নেশায় আসক্ত। এরা হচ্ছে নি¤œবিত্ত পবিবারের সন্তান। এদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। জুতা স্যান্ডেল জোড়া লাগানোর কাজে ব্যবহৃত আইকা বা গাম হলো ড্যান্ডি তৈরির উপকরণ।


     এই বিভাগের আরো খবর