,

ইয়াবা মামলায় পিতা দীর্ঘদিন যাবত কারাগারে, নবীগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহমাদক সম্রাট মুহিবুর র‌্যাবের জালে

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মুহিবুর রহমান (২২) নামে এক মাদক সম্রাটকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানসহ র‌্যাব সদস্যরা। ধৃত মুহিবুর রহমান উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা লেবু বাগান গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী গণি মিয়ার পুত্র। তার পিতা গণি মিয়াকেও চলতি বছরের জানুয়ারী মাসে প্রায় ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছিল হবিগঞ্জের ডিবি পুলিশ। ওই মামলায় গণি মিয়া এখনো হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন বলে জানা গেছে। সুত্রে প্রকাশ, ওই উপজেলার দিনারপুর পাহাড়ী অঞ্চলে পানিউমদা লেবু বাগান গ্রামের মৃত ইসমাঈল উদ্দিনের পুত্র গণি মিয়া ও তার পুত্র মুহিবুর রহমান মাদকের সাম্রাজ্য গড়েছিল। তারা এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে মাদকের রমরমা ব্যবসা করলেও তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেহ কথা বলতে সাহস রাখেনি। গেল জানুয়ারী মাসের ৫ তারিখ ধৃত মুহিবুর রহমানের পিতা গনি মিয়াকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করে হবিগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ শত পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। এরপর এলাকাবাসীর প্রতিবাদের মুখে গ্রাম থেকে চলে গিয়ে কৌশলে উপজেলার আউশকান্দি বাজারে এক প্রভাবশালীর ৩ তলা বিশিষ্ট বাসা ভাড়া নেয় মুহিবুর। সেখানে বসবাসের পর সুযোগে মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে তুলে। অভিযোগ উঠেছে, তার সাথে উঠতি বয়সের এক সুন্দরী যুবতীও ওই মাদক সিন্ডিকেটে জড়িত ছিল। এরই মধ্যে সে আউশকান্দি, ইনাতগঞ্জ, সৈয়দপুর ও দিনারপুর অঞ্চলের বিভিন্ন স্থানের উঠতি বয়সের যুবকের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল। গতকাল মঙ্গলবার বিকেলে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানসহ র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে ওই বাসা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক করে র‌্যাব। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। সুত্রে জানা গেছে, মুহিবুর রহমানের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার পরিমান ৯ থেকে ১০ হাজার পিস হবে।


     এই বিভাগের আরো খবর