,

আউশকান্দিতে কলোনির মালিকের পুত্র কর্তৃক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দি বাজারে কলোনিতে বসবাসকারী কাজের বুয়ার বোনের কন্যাকে বৃদ্ধালোকের দেখাশোনার বাহানা করে বাড়িতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে কোন বিচার না পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ধর্ষিতাকে নিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ডাক্তার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। অপর দিকে, ধর্ষণকারী বুক ফুলিয়ে এলাকায় ঘুরাফেরা করে উল্টো ধর্ষিতার পরিবারকে ঘটনা প্রকাশ না করার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ধর্ষিতার পরিবার। সূত্রে প্রকাশ, ওই বাজারে মুক্তিযোদ্ধা মার্কেটের পেছনে দেওতৈল গ্রামের আব্দুল আজিজ মিয়ার কলোনিতে প্রায় দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ বসবাস করে বিভিন্ন বাসা বাড়িতে বুয়ার কাজ করে আসছিল মুমিনা নামের মহিলা। মুমিনা বেগম জানান, তার বাসায় কয়েকদিন আগে তার ছোট বোন সাথী আক্তারের কন্যা প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়–য়া (১২) বেড়াতে আসে। তার দিকে লালসা আসে আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র সিএনজি চালক জুয়েল মিয়া (৩৫) এর। গত রবিবার বিকেলে মুমিনা বাসায় না থাকার সুবাধে জুয়েল মিয়া বাসায় গিয়ে মুমিনার বোনের কন্যা (১২)কে তার বৃদ্ধা নানীর দেখা শোনার বাহানা করে ফুঁসলিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সুচতুর জুয়েল কৌশলে তার নানীর সেবার বদলে কিশোরীকে তার কক্ষে নিয়ে রাতভর কয়েক দফায় ধর্ষণ করে। পরদিন সোমবার ভোরে কৌশলে তাকে তার খালার বাসার সামনে এনে দিয়ে যায় জুয়েল। ওই ঘটনা কিশোরী তার খালা ও অন্যান্য লোকজনকে জানালে তারা স্থানীয় ইউপি সদস্য খালেদ আহমেদ জজের শরনাপন্ন হন। অবশেষে কোন বিচার না পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খালেদ আহমেদ জজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজের বুয়া মুমিনা আমার কাছে এসে বিচার প্রার্থী এসে বিচার প্রার্থী হয়েছে এবং আমি জুয়েলকে ডেকে এনে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয়টি অস্বীকার করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে যাচাই বাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। সদর হাসপাতালের ডাক্তার সাইফুর রহমান সোহাগ জানান, শিশুটির অবস্থা আশংকা জনক। আজ ডাক্তারী পরীক্ষা করা হবে।


     এই বিভাগের আরো খবর