,

খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে সরকার পাতানো নির্বাচন করতে চায় -মাওঃ ইসহাক

মাধবপুর প্রতিনিধি ॥ খেলাফত মজলিশের আমির ২০ দলীয় জোটের অন্যতম নেতা অধ্যক্ষ মাওলানা মোঃ ইসহাক বলেছেন নির্বাচন কমিশন একটি অতর্ব, তল্পীবাহ ভোটের আগের দিনই ভোট বাক্স ভরে দেওয়া হয়। নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে ২০ দলীয় জোট নেত্রী বেগম জিয়াকে কারাগারে আটক রেখে যেনতেন একটি পাতানো নির্বাচন করতে চায় সরকার। কিন্তু আমরা তা হতে দেব না। ২০ দলে আছি ২০ দলে থাকব। জোটের ঐক্য অটুট থাকবে। যত চেষ্টাই হোক তা ভাঙ্গা যাবে না। তিনি বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলার খেলাফত মজলিশের তৃনমুল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামী নির্বাচনে ২০ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে প্রার্থী করা হবে। খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান আলোচক খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে খুন, গুম, লুটতরাজ, ব্যাংকের অর্থ সম্পদ আত্মসাতের কারণে ব্যাংকগুলোতে অর্থ সংকট চলছে। এসব অন্যায়, অত্যাচার দুর্নীতি থেকে প্ররিত্রান পেথে হলে সুষ্ঠ নির্বাচন দরকার। ৫ জানুয়ারীর নির্বাচন আমরা চাই না। আমরা চাই নিজের ভোট নিজে দিতে। সুষ্ঠ নির্বাচন হলে এ সরকার ক্ষমতা আসতে পারবে না। তাই সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। দেশে গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই। সম্মলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, প্রভাষক আব্দুল করিম, এড. সারোয়ার রহমান চৌধুরী শামীম, হাফেজ নুরুজ্জামান, মাওঃ মাহবুবুল করিম, মোঃ মজিবুর রহমান, মাওঃ সালাউদ্দিন, হাজী মোঃ শাহীন মিয়া, ছাত্র মজলিসের জেলা সভাপতি শিব্বির আহমেদ আবির ও ১১টি ইউনিয়নের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।


     এই বিভাগের আরো খবর