,

সন্ত্রাস দমনে বৃটেন বাংলাদেশের পাশে থাকবে হাইকমিশন আয়োজিত রিসিপশন পার্টিতে ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমদ

মতিয়ার চৌধুরী, লন্ডন ঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদ ও মৌলবাদ মোকাবেলায় দৃঢ় অংগীকারের প্রশংসা করেন ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমদ, দেশকে এগিয়ে নেয়া ও রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাহসী এবং মানবতাবাদী ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে  ধন্যবাদ জানিয়ে  ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমেদ বলেন সন্ত্রাস দমনে বৃটেন বাংলাদেশের পাশে থাকবে। সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন ও তাঁর নিজের ঢাকা সফরের বিষয় তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে যুক্তরাজ্য অভিভূত। তিনি ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন। গত ২৯ মার্চ দুপুরে লন্ডস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত  বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রিটিশমন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, যুক্তরাজ্যে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, যুক্তরাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বুদ্ধিজীবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী ও কমিউিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত রিসিপশন পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে লর্ড আহমদ এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান স্টিফেন টুইগ এমপি, লিজ ম্যাকিনিজ এমপি, পল স্কালি এমপি, জিম ফিটজ্প্যট্রিক এমপি, লর্ড শেখ ও লর্ড বিলিমোরিয়া, Marshall of Her Majesty উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনালের আমিনুল হক। সেন্ট্রেল লন্ডনের ইন্টারন্যাশনাল মেরিটমাস একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার খন্দকার এম তালহার উপস্থাপনায় হাই-কমিশনার মোঃ নাজমুল কাওনাইন আগত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিতির জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের সাম্প্রতিক আর্থ সামাজিক উন্নয়নের বিস্তারিত চিত্র তুলে ধরেন। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়ে উঠা বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন ও গণতন্ত্রের প্রতিষ্ঠানিকীকরণ নিশ্চিত করে উন্নয়নের মহাসড়কে আরোহন করেছে। তিনি গত ১৫ মার্চ ২০১৮ তারিখে বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ (Strategic Dialogue) অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, এর মাধ্যমে দু‘দেশের মধ্যে বিদ্যমান কূটনীতিক সম্পর্ক আরো গভীরতর, দৃশ্যমান ও উষ্ণতর হয়েছে। অতিথীদের সাথে নিয়ে কেককাটেন  হাইকমিশনার
নাজমুল কাওনাইন ।


     এই বিভাগের আরো খবর