,

নবীগঞ্জে ধর্ষিতা শিশু ডাক্তারী পরীক্ষা সম্পন্ন, টাকা ছাড়া রিপোর্ট দিচ্ছে না কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কলোনীতে খালার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশুর ডাক্তারী পরীক্ষা হলে টাকা ছাড়া রিপোর্ট দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, গত ৫ দিন ধরে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি থাকলেও খাবারতো দেয়া দুরের কথা চিকিৎসাও পাচ্ছে না ওই শিশু। গতকাল শনিবার রাত ৯টায় হাসপাতালে গিয়ে তার এ খবর জানা যায়। এ প্রতিনিধিকে আক্ষেপ করে শিশু ও তার খালা মমিনা খাতুন জানান, গত ২৮ মার্চ তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হলেও ৫শ টাকা ছাড়া রিপোর্ট দিচ্ছে না হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালে মানবেতর জীবন যাপন করছে তারা। ভর্তির দিন থেকেই হাসপাতালে খাবার দেয়ার কথা থাকলেও তাদের তা দেয়া হচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট নার্সদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ওই ওয়ার্ডে ২৫টি বেডের খাবার দেয়া হয়। অন্য রোগীদের খাবার দেয়া হয় না। উল্লেখ্য, গত ২৭ মার্চ খালার বাড়ি বেড়াতে আসলে কলোনীর মালিক আব্দুল আজিজের পুত্র জুয়েল তার বাড়ীতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। পরে বিষয়টি ধামাচাপার চেষ্টা করে বলেও অভিযোগ উঠে। ওই শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মনারাই গ্রামের মাসুক মিয়ার কন্যা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ ফেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর