,

কাগাপাশায় ৪ গরু চুর ধৃত ॥ থানায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলাধীন কাগাপাশা ইউনিয়নের শেকান্দরপুরে ৪ গরুচোরকে আটক করেছে গ্রামবাসী। জানা যায়, শেকান্দরপুর গ্রামের অবনী দাশের বাড়ী থেকে গত বুধবার রাতে দরজা ভেঙ্গে গরু চুরি করার সময় ৪ গরুচোরকে হাতেনাতে আটক করে গ্রামবাসী। পরে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিচারের আশ্বাসে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের শেকান্দরপুর গ্রামের অবনী দাশের বাড়ী থেকে গত বুধবার রাতে দরজা ভেঙ্গে গরু চুরি করতে গিয়ে একই গ্রামের বিধান দাশের পুত্র রিংকু দাশ, সাধু দাশের পুত্র গোপেশ দাশ, ধীরেশ দাশ, কুকেশ দাশ জনতার হাতে ধরা পড়ে। ঘটনার পর গ্রামের কয়েকজন মুরব্বী বিষয়টি গ্রামপঞ্চায়েতের মাধ্যমে নিষ্পত্তির আশ্বাসে তাদেরকে ছাড়িয়ে নেয়া হয়। এ বিষয়য়ে গত শুক্রবার দিনে পঞ্চায়েতে দোষীদেরকে হাজির হওয়ার নির্দেশ দিলে দোষী ৪ জন হাজির হয়নি। শেষে পঞ্চায়েতের লোকজন অবনী দাশকে ঐ ৪ গরু চোরের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত দেন। গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক গতকাল রবিবার বানিয়াচং থানায় চুরির ঘটনায় জড়িত বিধান দাশের পুত্র রিংকু দাশ, সাধু দাশের পুত্র গোপেশ দাশ, ধীরেশ দাশ, কুকেশ দাশ গংদের বিরুদ্ধে অবনী দাশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য গরু চুরির সাথে জড়িতরা কিছুদিন পুর্বে রাজীমপুর গ্রামের হরিদাশের বাড়ী থেকে ও গোগড়াপুর গ্রামের গৌর চাদঁ দাশের বাড়ী থেকে পানি সেচের মেশিন চুরি করলে স্থানীয়ভাবে দোষী শাব্যস্থ হয়।


     এই বিভাগের আরো খবর