,

নবীগঞ্জে নদী দখল করে বিল্ডিং নির্মাণ ভূমি কর্মকর্তাদের প্রতিবেদনে গড়িমশি, প্রদক্ষেপে নয় ছয়ের আশঙ্কায় সচেতন মহল

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলার এককালের খরস্রোতা নদী দখল করে বিল্ডিং নির্মাণ করায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়লেও রহস্যজনক
কারণে সঠিক প্রতিবেদন করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তা। একদিকে বিল্ডিং নির্মাণকারী নদীতে বিল্ডিং করে ব্যবসা করে যাচ্ছেন। অপরদিকে সঠিক প্রতিবেদনের আশায় আছেন এলাকার সচেতন মহল। ক্ষমতার অপব্যবহার করে এলাকার লোকজনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকার বাহাদুরের খাস ভূমি (নদী) দখল করে বিল্ডিং নির্মাণ করায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়  প্রায় ৮/৯ বছর পূর্বে উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম মৌজাস্থ চার-পাঁচ হাত শাখা কুশিয়ারা নদী হলংগার উত্তরপাড়স্থ নদী দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল ওই ইউনিয়নের দত্তগ্রামের আব্দুল শহিদের পুত্র ময়নুল ইসলাম, তার ভাই সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম। তিন ভাই ঐক্যজোট হয়ে সম্প্রতি সময়ে ওই গ্রামের মধ্যে ভাগের দিকে বয়ে যাওয়া এককালের খরস্রোতা শাখা কুশিয়ারা নদী দত্তগ্রামস্থ ব্রীজের নিকটে হলংঙ্গার উত্তরপাড় নামক নদীর ভূমি দখল করে নতুন আঙ্গিঁকে বড় আকারের বিল্ডিং নির্মাণ করেন। ওই সংবাদ পত্রিকায় প্রকাশ হলে সংশ্লিষ্টদের নজড়ে আসে। এমনকি তারা সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছে দীর্ঘদিন অতিবাহিত হবার পর এ বিষয়ে কার্যকরী প্রদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্ট ভুমি কর্মকর্তা। এনিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, নদী দখল করে বিল্ডিং নির্মাণকারীর সংলগ্ন বোর রকম ভুমি ও সরকার বাহাদুরের নামে রয়েছে। কিন্তু এ বিষয়টি কেহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে ইতিপুর্বে অবগত করেননি। নদী দখল করে ঘর নির্মাণকারী ময়নুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নদীর কিছু অংশ দখল করেছেন সত্য। তবে তার সংলগ্ন ভুমি মালিকানা ভুমি। নদী দখল করে দোকান ঘর নির্মাণ করায় পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা হবেনা। এ ব্যাপারে নবীগঞ্জ সদর ভুমি উপ-সহকারী তহশিলদার হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পত্রিকার সংবাদ প্রকাশের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর আদেশে ঘটনাস্থলে গিয়ে দেখেছেন। এতে অনুভব হয়েছে নদীতে বিল্ডিং নির্মাণকারীগন সরকার বাহাদুরের নদী রকম ভুমি দখল করেছেন। পরবর্তীতে সার্ভেয়ার গিয়ে যাছাই-বাছাই করে দেখবেন কতটুকু নদীর ভুমির দখল করেছেন বিল্ডিং নির্মাণকারীগণ।


     এই বিভাগের আরো খবর