,

নবীগঞ্জে ক্ষিরা চোরের হামলায় গৃহবধু আহত ॥ আদালতে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের ক্ষিরাক্ষেতের মালিক ছোয়াব উল্লার স্ত্রী জয়ফুল বেগম ক্ষেতের ক্ষিরা চুরি করার প্রতিবাদ করায় চোরদের হামলায় গুরুতর আহত হয়েছে। আহত জয়ফুল বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত গৃহবধু বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। সুত্রে জানা গেছে, কুর্শি ইউনিয়নের জহুরপুর গ্রামের বর্গাচাষী ছোয়াব উল্লা প্রায় এক কেদার জমিতে ক্ষিরা চাষ করে আসছিলেন। ক্ষেতের ক্ষিরা পর্যায়ক্রমে স্বামী, স্ত্রী ও সন্তান রক্ষনাবেক্ষন করে আসছিলেন। গত সোমবার ক্ষেতের কিছু ক্ষিরা নিয়ে ছোয়াব উল্লা ও তার সন্তান বাজারে বিক্রি করতে গেলে তার স্ত্রী গৃহবধু জয়ফুল বেগম ক্ষেত পাহাড়া দেন। দুপুরের খাবারের জন্য বাড়িতে যাওয়ার সুযোগে দেবপাড়া ইউপির জালালসাফ গ্রামের মকলিছ মিয়ার ছেলে রাব্বী আহমেদ ক্ষেত থেকে ক্ষিরা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জয়ফুল বেগমের নজরে আসে। তিনি দৌড়ে পাশের বাড়ির আব্দুল কায়েদ এর বাড়ির সামনে ক্ষিরাসহ রাব্বীকে আটক করে। এ সময় রাব্বী ক্ষিপ্ত হয়ে তার পরিবারের লোকজন নিয়ে গৃহবধু জয়ফুল বেগম এর উপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ৫ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা শেষে অবশেষে আদালতের আশ্রয় নেন।


     এই বিভাগের আরো খবর