,

নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক অনুষ্ঠান -আসাদুজ্জামান নূর

সময় ডেস্ক: বাংলা নববর্ষ বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক অনুষ্ঠান উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এ উৎসব আমাদের দেশের মানুষ নানাভাবে পালন করে থাকেন।

মঙ্গলবার রাজধানীর রমনা শপিং কমপ্লেক্সে মগবাজার রোডসাইড সিটি কর্পোরেশন দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ট্যালেন্টেড শোকেস আয়োজিত ‘বাঙালির বৈশাখী মেলা-১৪২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, বৈশাখী অনুষ্ঠানে দেশের ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পহেলা বৈশাখের অন্যতম প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের দেশের জন্য অসামান্য অর্জন।

তিনি বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন বৃদ্ধি পায়, তেমনি সাংস্কৃতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পায়। আর সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে সমাজ থেকে অশান্তি, মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ কমে যাবে।

অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন এবং জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

দৈনিক হবিগঞ্জ সময়/০৪ এপ্রিল ২০১৮/এস.এ.কে


     এই বিভাগের আরো খবর