,

নবীগঞ্জে আদালতে অর্পিত সম্পত্তি মামলা চলমান থাকার পরও বন্দোবস্তের নামে ভূমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় অর্পিত সম্পত্তির মামলা আদালতের বিচারাধীন থাকার পর ও বন্দোবস্তের নামে ভূমি দখল করার অভিযোগ উঠেছে। একদিকে ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত হবার আশঙ্কা করছেন নিরিহ লোক। অপরদিকে রাতারাতি ভূমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে মনগড়া ভূমির মালিক হওয়ার স্বপ্ন দেখছেন ছিনু মিয়া নামের লোক। সুত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের গিরিজা গোপের পুত্র  নকুল গোপ বিগত ২০১৩ সালে হবিগঞ্জ অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাইব্যুানালে মামলা দায়ের করেন যার নং ৭৬২। এতে তিনি উল্লেখ করেন  হালিতলা মৌজাস্থ খতিয়ান নং ১১৭, দাগ নং ১৪৮৫ এতে ১৪ শতাংশ ভূমি। ওই ভূমি তার দখলে রয়েছে এবং বিভিন্ন ফসলাদি রোপন করে আসছেন। তিনি অভিযোগ করে বলেন, তার দখলে থাকা ভূমি এবং আদালতে অর্পিত সম্পত্তি আইনে মামলা থাকার পর কৌশলে ওই উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র  ছিনু মিয়া কৌশলে গত রবিবার নবীগঞ্জ সদর তহসিল অফিসের উপ-সহকারী ভুমি কর্মকর্তা হাবিবুর রহমানকে সাথে নিয়ে মনগড়া ভূমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন। এতে ওই ভূমিতে রোপনকৃত গাছ, সবজি ও অন্যান্য জাতের ফসলাদি বিনষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, প্রায় কয়েক যুগ যাবত ওই ভূমি তিনি ভোগ দখল করে আসছেন। এমনকি ভূমি পাওয়ার দাবিতে হবিগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন। যাহা আদালতে চলমান রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ সদর তহসিল অফিসের উপ-সহকারী হাবিবুর রহমান বলেন গত রবিবারে ছিনু মিয়া নামের বন্দোবস্তকৃত ভূমি সমজিয়ে দিতে তিনি গিয়েছেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর সাথে যোগাযোগ করা হরে তিনি বলেন বিষয়টি তিনি জানেন ।


     এই বিভাগের আরো খবর