,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত মঙ্গলবার হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় “নবীগঞ্জের আউশকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটার অভিযোগ ॥ সংর্ঘষের আশংকা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা হচ্ছে, আউশকান্দি ইউনিয়নের বেতাপুর, উলুকান্দিসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের রাস্তা ডেবনা ব্রিজ হইতে হাতিরমারা সড়ক। বৃদ্ধমান রাস্তাটির আইডি ৬৩৬৭৭৪০৫১নং এর উপর দিয়া পূর্ন নির্মাণের জন্য গত ০১-০১-২০১৮ তারিখে ইউপি সদস্য খালেদ আহমেদ জজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে একটি আবেদন করেন। এরই প্রেক্ষিতে ১০-০১-২০১৮ইং তারিখে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় সড়কটি পূর্ননির্মানের সিদ্ধান্ত গৃহিত হয়। ইউপি সদস্য খালেদ আহমেদ জজকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি সড়কটি র্নিমার্ণের প্রজেক্ট দেয়া হয়। এর প্রায় ১ মাস পর থেকে ওই সড়ক পূর্ণনির্মাণের কাজ শুরু হয় এবং কাজটি সমাপ্ত করা হয়েছে। কাজ চলমান থাকা সত্ত্বেও কাজে ব্যঘাত সৃষ্টি করার লক্ষ্যে ফয়জুল ইসলাম ও মুস্তাকিম মিয়া প্রিন্স বাদি হয়ে চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ৯নং ওয়ার্ড সদস্য হাসান আলী উস্তার এর বিরুদ্ধে একটি উকিল নোটিশ করেন। মূলত ওই প্রজেক্টের সাথে চেয়ারম্যান ও ৯নং ইউপি সদস্যর কোন সম্পৃক্ততা নেই। উকিল নোটিশর জবাব দেয়ার পর বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞাটি খারিজ করে দেন। মূলত তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, যার কারণে বর্তমান সরকারের উন্নয়ন কাজ তাদের সহ্য হচ্ছেনা। এ ছাড়া উকিল নোটিশের বাদি ফয়জুর রহমান ওই প্রজেক্টের সভাপতি খালেদ আহমেদ জজের কাছে সড়কটি পূর্ননির্মাণে সম্মতি প্রকাশ করেছিলেন। কিন্তু সাংবাদিক ভাইদের ভূল তথ্য দিয়ে একটি কু-চক্রি মহলের ইন্ধনে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ পরিবেশন করাইয়াছেন। সঙ্গতকারণে আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী
হাসান আলী উস্তার
ইউপি সদস্য, ৯নং ওর্য়াড
আউশকান্দি ইউনিয়ন পরিষদ।
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর