,

হবিগঞ্জে কোটা বৈষম্য দূর করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনে দুর্বৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টার ॥ চাকুরিতে কোটা বৈষম্য দূর করার দাবিতে হবিগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা ব্যানার ছিড়ে ফেলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। তাদের আক্রমণ থেকে ছাত্রীরাও বাদ পড়েনি। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন শুরু হয়। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিতে শুরু করে। এক পর্যায়ে কতিপয় যুবক এসে তাদের বাঁধা দিলে শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। বৃন্দাবন কলেজের শিক্ষার্থী প্রণব দেব বলেন, আমরা কোন দলের না, আমরা সাধারণ শিক্ষার্থী। প্লে-কার্ড, ব্যানার নিয়ে শ্লোগান দিচ্ছিলাম তখন। কতিপয় যুবক এসে আমাদের উপর হামলা চালায়। বৃন্দাবন কলেজের আরেক শিক্ষার্থী আল আমিন বলেন, আমদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের উপস্থিতিতে হামলা চালানো।  আরেক শিক্ষার্থী সৈয়দ আরিফ বলেন, আমাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়। হামলাকারীরাবলে বলে এখনই এ কর্মসূচি বন্ধ করতে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে আমরা যেন ১০ মিনিটের মধ্যে এ কর্মসূচি শেষ করি। তখন কতিপয় যুবক আরো ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের সামনেই আমাদের উপর হামলা চালায়।


     এই বিভাগের আরো খবর