,

হবিগঞ্জে তালাক দিতে এসে স্বামী-স্ত্রী শ্রীঘরে

জুয়েল চৌধুরী ॥ প্রেম করে বিয়ে করে আদালতে তালাক প্রদান করতে এসে ঝগড়ায় লিপ্ত হওয়ায় জনতার হাতে আটক হয়ে স্বামী-স্ত্রীর ঠিকানা হয়েছে শ্রীঘরে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জজ কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ২ বছর আগে মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাশিপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র শেখ ইশতিয়াকের সাথে পরিচয় হয় নোয়াপাড়া বাজার এলাকার বাসিন্দা মরম আলীর কন্যা সিলেট এমসি কলেজের মাষ্টার্স ১ম বর্ষের ছাত্রী রুকসানার (২২)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পারিবারিকভাবে বিষয়টি মেনে না নেয়ায় পরিবারের অমতে দুজন এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। ইশতিয়াক তখন সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র ছিল। পরবর্তীতে লেখাপড়া ছেড়ে সায়হাম মিলে চাকুরি নেয়। সংসার জীবনের এ ফাঁকে তাদের মাঝে কলহ দানা বাঁধতে থাকে। প্রায়ই তারা ঝগড়া বিবাদ করে। গতকাল বুধবার দুইজন সিদ্ধান্ত নেয় একে অপরকে তালাক প্রদান করবে। সিদ্ধান্ত অনুয়ায়ী তারা হবিগঞ্জ আদালতে আসে। আদালতে প্রবেশের সময় বেবিষ্ট্যান্ড এলাকায় ইশতিয়াক ও রুকসানার মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রুকসানাকে মারধোর করে ইশতিয়াক। স্থানীয় লোকজন তাদের আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় খবর দেয়। এসআই রুহুল আমীন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা থানায় আটক ছিল। ওসি ইয়াসিনুল হক জানান, উভয়ের অভিভাবককে খবর দেয়া হয়েছে। সমাধান হলে তাদের ছেড়ে দেয়া হবে। নতুবা আদালতে প্রেরণ করা হবে।


     এই বিভাগের আরো খবর