,

নবীগঞ্জে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ধানের জমি মারাই স্থান দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে রমজানপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রদীপ সরকারের সাথে একই গ্রামের প্রবীন্দ্র সরকারের মধ্যে ধানের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার দুপুরে বিরোধপূর্ণ জমি দখল নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হল, অনিতা সরকার (৩৫), পলাশ সরকার (৩০), সুরঞ্জন সরকার (৪০), অনিক (১৪), শুভাস (২৫), প্রদীপ দাস (৩২), মানিক (৩৫), দীগিন্দ্র (৪৫), নীতেন্দ্র (৩৫), শচীন্দ্র (৫০), জান্টু (২০), রথিন্দ্র (৩৫), নরেশ (৭০), পরেশ সরকার (৬৫), গনেশ সরকার (১৩), রমিজ (১৯), জুয়েল সরকার (১৫), পরিমল সরকার (৩৫) ও মনীষ দাস (২৫)। নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


     এই বিভাগের আরো খবর