,

চুনারুঘাটে পহেলা বৈশাখ উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের পহেলা বৈশাখ ১৪২৫ বাংলা উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীদের সক্রিয় অংশগ্রহণে পিঠা উৎসব শুরু হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫ ঘটিকায় চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ওসমান গণি কাজল এর সভাপতিত্বে ও আব্দুল হাই প্রিন্সের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবেদা খাতুন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের শিা বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার শফিউল আলম শাফি, চুনারুঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি খালেদ তরফদার, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এম.এ মালেক, নালুয়া চা বাগানের টিলা ইনচার্জ আবুল বাশার তালুকদার, সাংবাদিক ফারুক মিয়া। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাতিন, সহকারী শিক্ষক শফিকুল আলম সোহেল, নূর মোহাম্মদ, শাহীনুল হক, কমল ভৌমিক, শারমিন ফারজানা, সাবেক মেম্বার হাছন আলী, মেম্বার রুবেল মিয়া প্রমুখ। বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী ঘোড়া, হাতি, পালকি ও বিশাল মাছ প্রতিকৃতি ছিল চোখে পড়ার মত। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করে দর্শকমুগ্ধ করেন।


     এই বিভাগের আরো খবর