,

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ ২ যুবক আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় ১৪ কেজি গাজা সহ আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। আটক কৃতরা হলেন জেলার চুনারুঘাট উপজেলার ঘেরোরা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র অটোরিক্সা সি.এন.জি চালক রাজিব ও একই উপজেলার নয়আনি গ্রামের মোঃ করম আলীর পুত্র কুখ্যাত মাদক ব্যাবসায়ী ইমরান হোসেন (২৩)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানাযায়, গত মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার বাগান বাড়ি নামক স্থান থেকে একটি অটোরিক্সা সি.এন.জি নং (হবি-থ-১১-৬৫৪৮) যোগে গাঁজা নিযে ঢাকা পাচারের উদ্দেশ্যে নতুন ব্রীজ গোলচত্তর এম.এ.রব এলাকায় পৌছামাত্র এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকারের নেতেৃত্বে একদল পুলিশ মহাসড়কের নতুন ব্রীজগোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা সি.এন.জি সহ দুইজনকে আটক করে সি.এন.জিতে থাকা অপর একজন পালিয়ে যায়। এ সময় সি.এন.জি তল্লাসী করে ২টি বস্তার ভিতরে ৭টি মোড়ানু পলিতিনের ভিতরে প্রায় ১৪ কেজি গাজা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুই ব্যক্তিকে গ্রেফতার করে গাজাসহ কোর্টে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর