,

বাহুবলে টিআর, কাবিখা ও সোলার বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে টিআর, কাবিখা ও সোলার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল বাহুবল উপজেলা পরিষদ’র হলরুমে জনসম্মুখে টিআর, কাবিখা ও সোলার বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। এতে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জমিস উদ্দিন সহ আরো অনেকেই। উক্ত অনুষ্ঠনে এমপি কেয়া বলেন, ২০১৭-১৮ইং অর্থ বছরে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে টিআর, কাবিখা ও সোলার প্যানেল বরাদ্দ এনেছি। ২য় পর্যায়ের কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় নবীগঞ্জ-বাহুবল, হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্নস্থানে ৪৯.১২৮ মেট্রিক টন ও ১৬ লাখ ২৩ হাজার ৬৭ টাকা এবং  ১৮ লাখ ৮২ হাজার ৫৭৯ টাকা মূল্যের সোলার প্যানেল বরাদ্দ রয়েছে। এর মধ্যে তিনি বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের গুগলপুর থেকে মানিকপুর গ্রামের রাস্তার উন্নয়নে ৮ মেট্রিক টন, ভাদেশ^র ইউনিয়নের ফয়জাবাদ বধ্যভূমিতে শিখা চিরন্তনী নির্মাণ ৪৫ হাজার, লামাতাসী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে ৪০ হাজার, ¯œানঘাট গাংধার রাস্তা উন্নয়নে ৪৫ হাজার, স্বস্তিপুর জামে মসজিদে ঈদগাহ উন্নয়নে  ৪০ হাজার, পুটিজুরী উত্তর ভবানীপুর ইফতেদায়ী মাদ্রসা উন্নয়নে ৪০ হাজার, একতা যুব সংঘের অফিস সংস্কারে ৪৮,০৬৭ টাকা,  দ্বিগাম্বর হিলফুল ফুজুল সুন্নী যুব সংঘের অফিস সংস্কারে ৪০ হাজার,  সম্ভপুর বড় জামে মসজিদ উন্নয়নে  ৪০ হাজার, সাতকাপন খরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে ৪০ হাজার, পশ্চিম রূপশংকর গাউছুল আজম মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় ওযুখানা নির্মাণ ও মাইক ক্রয় বাবদ ৪০ হাজার, রশিদপুর চা-বাগান সাঁওতাল মন্দির উন্নয়নে ৪০ হাজার, রশিদপুর চা-বাগানে শহীদ মিনার নির্মাণে  ৪০ হাজার, ভাদেশ^র কসবা করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে ৪০ হাজার, তুগলী জামে মসজিদ উন্নয়নে ৪০ হাজার, মৌড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে ৪০ হাজার টাকা বরাদ্দ দেন।


     এই বিভাগের আরো খবর