,

শায়েস্তানগরে টাকা আত্মসাত মামলায় ৪র্থ বারের মতো ২ সহোদরের জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগর এলাকার বেলজিয়াম প্রবাসী অসীম উদ্দিন সরকারের প্রায় এক কোটি টাকা আত্মসাতের ঘটনায় কারাগারে থাকা দুই সহোদরের জামিন ৪র্থ বারের মতো নামঞ্জুর করেছেন আদালত। গত ১৮ এপ্রিল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। প্রতারকরা হল শায়েস্তানগর এলাকার ইতালি হাউজের বাসিন্দা মৃত আব্দুল খালেক ওরফে চিনু মিয়ার পুত্র মুখলেছুর রহমান তনু ওরপে স্বপন (৪৫), আবিদুর রহমান ইমন (৩৩), মুহিবুর রহমান রিপন ও আহমেদ সোহেল। এর মাঝে স্বপন ও ইমন কারাগারে রয়েছে। অপর দুই ভাই পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা সদরের মুগুলটুলি গ্রামের বেলজিয়াম প্রবাসি মোঃ সেলিম ওরফে অসীম উদ্দিন সরকারসহ তার পরিবারের লোককে ইটালি পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে ১ কোটি টাকা হাতিয়ে নেয় আসামীরা। কিন্তু ইটালি না পাঠিয়ে প্রতারণা শুরু করলে বিষয়টি অসীম উদ্দিন সরকার তার শ্বশুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মনোয়ার আলীকে জানালে তিনিসহ মুরব্বীরা সদর উপজেলা চেয়ারম্যান আহমুদুল হকের উপস্থিতিতে সালিশে বসেন। উক্ত সালিশে টাকা নেয়ার কথা আসামীরা স্বীকার করে। তারা কিছুদিনের মধ্যে টাকা ফেরত দিবে বলে মুরব্বীদের আশ্বস্থ করে। পরে তারা টাকা না দিয়ে সময় কর্তন করে। এক পর্যায়ে তারা ওই টাকা দিয়ে শহরে একটি বাসা নির্মাণ করে। শুধু তাই নয়, তারা বিদেশে পাঠানোর নামে অনেকেরই সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। বাদি তার আরজিতে আরো উল্লেখ করেন আসামীরা নারী পাচারকারী, নারীলোভী ও প্রতারণাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি অসীম উদ্দিন সরকার ৪ জনকে আসামী করে মামলা করেন। যার নম্বর ৪৩/১৮। ২৯ মার্চ পুলিশের তাড়া খেয়ে তারা আদালতের নিকট আত্মসমর্পন করে কারাগারে দুই ভাই।


     এই বিভাগের আরো খবর