,

শায়েস্তাগঞ্জে দরজায় হাত দিতেই শ্রমিকের মৃত্যু

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় বিদ্যুৎ পৃষ্টে এক পাহাড়াদার নিহত হয়েছে। গতকাল রবিবার  সকাল ৯টায় উপজেলার পৌরসভার বিরামচর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, আফজাল মিয়ার সাইন বোর্ড বিহীন মেকানিক্যাল ওয়ার্কসপে দরজায় প্রতিদিন ন্যায় গতকাল রবিবার বৈদ্যুতিক তারলেগে থাকলে এলাকার পাহাড়াদার সফিক মিয়া (৫৫) অজান্তে ওয়ার্কসপ দোকান ঘড়ে ভোর সকাল ৯টায় মেকানিক্যাল ওয়ার্কসপের মালিক মোঃ আফজালকে ঘুম থেকে উঠার জন্য দরজায় ধাক্কা দিলে এ সময় বৈদ্যুতিক তার লাগানো অবস্থায় পাহাড়াদারের মৃত্যু ঘটে। এ সময় এক পথচারি রাস্তার দিকে হেটে যাওয়ার সময় পাহাড়াদার সফিককে বিদ্যুৎ পৃষ্টে লেগে থাকতে দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে গ্রামের আশেপাশের এলাকার লোকজন এসে বিদ্যুৎ পৃষ্ট অবস্থায় সফিক মিয়াকে দেখতে পেয়ে তাৎক্ষনিক উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা দেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তার বাড়ী হচ্ছে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাছিশাইল গ্রামের হতদরিদ্র আব্দুল বাজিতের পুত্র পাহাড়াদার মোঃ সফিক মিয়া। তার মৃত্যুতে পরিবার সকলে কান্নায় ভেঙ্গেপড়েন এবং এলাকার শত শত লোকজন ও জন প্রতিনিধি সফিক মিয়াকে একনজর দেখার জন্য যান। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত মুরব্বী ও জন প্রতিনিধি মীমাংসার জন্য চেষ্টা চালাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


     এই বিভাগের আরো খবর