,

বানিয়াচংয়ে প্যানেল স্পীকার এড. মজিদ খান এমপিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ হাওরাঞ্চল খ্যাত বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় বিগত ৯ বছরে ব্যাপক পরিমান উন্নয়ন কাজ সম্পাদন করায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহান জাতীয় সংসদের মাননীয় প্যানেল স্পীকার এডভোকেট আব্দুল মজিদ খান এমপিকে গণসংবর্ধনা প্রদান করেছেন বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ পূর্ব ইউনিযনের ছিলাপাঞ্জা এলাকাবাসী। গতকাল রবিবার বিকালে ছিলাপাঞ্জা বাজার মাঠে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় তারা এড. আব্দুল মজিদ খান এমপি’র ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে আগামীতেও তাকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছর উন্নয়নের ৯ বছর এমপি এড. মোঃ আব্দুল মজিদ খান বিগত ৯ বছরে যে উন্নয়ন করেছেন স্বাধীনতার পর কোন এমপি এত উন্নয়ন করতে পারেনি । এক সময় ৬ মাস পায়ে হেটে আর ৬ মাস নৌকায় চলাচল করতো হাওরাঞ্চলবাসী। কিন্তু এড. আব্দুল মজিদ খান এমপি নির্বাচিত হওয়ার পর এখন আর নৌকায় চড়তে হয় না। মানুষজন বারো মাসই গাড়িতে করে চলাচল করতে পারছেন। এতেকরে জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সাথে বেড়েছে শিক্ষার হার। শহরের জীবনমানের সাথে তাল মিলিয়ে গ্রামাঞ্চলের ছেলে-মেয়েরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পংকজ কান্তি রায় নিধু বলেন, আমার জীবদ্দশায় বানিয়াচং-আজমিরীগঞ্জ পাকা রাস্তা দিয়ে গাড়ি চলাচল দেখবো তা কল্পনাও করিনি। কিন্তু এমপি মজিদ খান রাস্তা-ঘাট নির্মাণের মধ্য দিয়ে হাওরাঞ্চলবাসী হাজারো জনতার মন জয় করে নিয়েছেন। এ সময় আগামী নির্বাচনে অন্তত এই সকল উন্নয়ন কাজের বিনিময়ে এমপি মজিদ খানকে হাওরাঞ্চলবাসী ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সর্দার অমৃত মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বলেব বাজার পরিচালনা পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হারুন মিয়া সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান বাহার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, জনাব আলী কলেজের সাবেক ভিপি শাহ নেওয়াজ ফুল মিয়া, আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির তুফানী, আওয়ামী লীগ নেতা কাজল চেটার্জী, সর্দার আদর আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এজেডএম উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া খোকন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়ত করেন মাও: মোফাজ্জল হোসেন গীতা পাঠ করেন বিবেকানন্দ দাস।


     এই বিভাগের আরো খবর