,

নবীগঞ্জে এমপি কেয়া চৌধুরী কর্তৃক টিআর কাবিখা, ঐচ্ছিক বরাদ্দ ও সোলার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ২০১৭-১৮ইং অর্থ বছরে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী টিআর, কাবিখা, সোলার প্যানেল ও ঐচ্ছিক বরাদ্দ নিয়ে এসেছেন। ২য় পর্যায়ের কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় নবীগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্নস্থানে ৪৯.১২৮ মেট্রিক টন ও ১৬ লক্ষ ২৩ হাজার ৬৭ টাকা এবং  ১৮ লক্ষ ৮২ হাজার ৫ শত ৭৯ টাকা মূল্যের  সোলার প্যানেল বরাদ্দ রয়েছে। সাথে ঐচ্ছিক বরাদ্দও আছে। জনগণের উন্নয়নে জনগণের অর্থ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ছাড়াও প্রতিবারের ন্যায় দৈনিক পত্রিকায় এমপি কেয়া চৌধুরীর দেওয়া বরাদ্দের মধ্যে এবার নবীগঞ্জেরগুলো প্রকাশ করা হলো। গত শনিবার নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বরাদ্দগুলো জনসম্মুখে অনুমোদন  দিয়ে বিতরণ করে দেন এমপি কেয়া চৌধুরী। এগুলোর মধ্যে কাবিখা বরাদ্দ পেয়েছেন নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের বিবিয়ানা স্কুল থেকে মেঘেরকান্দি ও মেইন সড়ক থেকে ভেতরের রাস্তা সংযোগ হয়ে ভূমিহীনপাড়ার রাস্তার উন্নয়নে ৮ মেট্রিক টন, রামপুর আক্তাপাড়া সড়ক উন্নয়নে ৮ মেট্রিক টন, ২নং পূর্ব  বড় ভাকৈর ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের সড়ক উন্নয়নে ৮ মেট্রিক টন, ৪নং দীঘলবাক ইউনিয়নের সৈয়দপুর ইনাতগঞ্জ সড়কের নগরকান্দি মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে কারখানা কিবরিয়া রোড পর্যন্ত রাস্তার মাটি দ্বারা উন্নয়নে ৯ হাজার ১ শত ২৮ মেট্রিক টন, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রমজানপুর গ্রামের পূর্বদিকে মাঠের রাস্তা সংস্কারে ৮ মেট্রিক টন। টিআর বরাদ্দ পেয়েছেন বড় ভাকৈর ইউনিয়নের এসএনপি উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে ৪০ হাজার, চরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে  ৪০ হাজার, চরগাঁও মুসলিমাবাদ জামে মসজিদ উন্নয়নে ৪০ হাজার, ছোট ভাকৈর ইউনিয়নের শৈলা গ্রামের জামে মসজিদ উন্নয়নে ৪০ হাজার, শৈলা গ্রামের নারী উন্নয়ন ফোরামে সেলাই মেশিন বাবদ ৪০ হাজার, দিঘলবাক ইউনিয়নের ফাদউল্লাহ গ্রামের কবরস্থান উন্নয়নে ৪০ হাজার, নবীগঞ্জ পৌরসভা পশ্চিম তিমিরপুর মসজিদ উন্নয়নে ৪০ হাজার, ঘোনাপাড়া জামে মসজিদ উন্নয়নে ৪০ হাজার, করগাঁও ইউনিয়নের বড় শাকোয়া জামে মসজিদ উন্নয়নে ৪০ হাজার, ছোট শাকোয়া মসজিদ উন্নয়নে ৪০ হাজার, তারণগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে ৪০ হাজার, পাঞ্জারাই দূর্গা মন্দির উন্নয়নে  ৪০ হাজার, গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে ৪০ হাজার, নবীগঞ্জ সদর ইউনিয়নের বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে ৪০ হাজার, বাশঁডর মহিলা সমিতি সেলাই মেশিন ক্রয় বাবদ ৪৫ হাজার, নহরপুর জামে মসজিদ উন্নয়নে ৪০ হাজার, দেবপাড়া ইউনিয়নের শাহ্ খলিলুর রহমানের ভূমিতে শহীদ মিনার নির্মাণে ৪০ হাহার, হোসেনপুর লতিফপুর নতুন স্কুল ঘর নির্মাণের ৪০ হাজার, পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে ঈদগাহ উন্নয়নে  ৪০ হাজার, কুর্শি মরা কুশিয়ারা ভরাট নদীতে কালভার্ট নির্মাণে  ৪০ হাজার। ঐচ্ছিক বরাদ্দ পেয়েছেন ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের মোঃ শাহ্ সানাই মিয়া,  ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের মোঃ কনর মিয়া, ৯নং বাউশা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, বিধু দাশ, মোঃ মঈন উদ্দীন, মোঃ মনর আলী, ভরপুর নারী কল্যাণ সমিতি, মোঃ নূর মিয়া, ১২নং কালিয়াভাঙ্গা ইউনিয়নের শংকর পাল, খরিয়া গ্রামের শাহী ইসলামীয়া আনোয়ারুল উলুম মহিলা মাদ্রাসা উন্নয়ন. মাওলানা শাহ্ আলম, শাহ্ আতাউর রহমান, মিনাল কান্দি রায় মিনু, মোঃ মোসতাক হোসেন সনি,  পানিউমদা ইউনিয়নের  হযরত শাহাজালাল (রঃ) ইসলামী ফাউন্ডেশন,  দেবপাড়া ইউনিয়নের নুরুল আমিন,  দেবপাড়া ভৈরবতলী মন্দির,  ইনাতগঞ্জ ইউনিয়নের মোঃ কছির আলী, বাউশা ইউনিয়নের মোঃ মঈন উদ্দীন,  কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মোঃ মুহিত মিয়া। সোলার প্যানেল বরাদ্দ পেয়েছেন ১নং বড় ভাকৈর ইউনিয়নে সমর চন্দ্র দাশ, ডা: গৌতম কুমার দাশ, মোঃ সামসুউদ্দিন মিয়া, ২নং ছোট ভাকৈর ইউনিয়নে মোঃ আকতার মিয়া, মোঃ আব্দুল্লাহ, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে মোঃ আব্দুল মালিক, মোঃ মজিবুর রহমান, পাগল নাথের আশ্রম, আগনা জামে মসজিদ, ৪নং দীঘলবাক ইউনিয়নের মোঃ গোলাম হোসেন, ডাঃ মোঃ সুজাত শেখ, ৫নং আউশকান্দি ইউনিয়নের মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সুজন মিয়া, ৬নং কুর্শি ইউনিয়নের মোঃ নূর মিয়া, মোঃ কামাল হাসান, মোঃ হারুন মিয়া, বেড়িগ্রাম জামে মসজিদ, কুর্শি পাঞ্জেঘানা মক্তব, হালিতলা মাইজপাড়া জামে মসজিদ, ভুবিরবাক রাখাল ঠাকুর, ৭নং করগাঁও ইউনিয়নের মোঃ বজলু রহমান, ভানু লাল দাস, শৈলেন দাস, ছাতলপাড় জামে মসজিদ, কৃষ্ণ মন্দির, মো: বদরুজ্জামান, ৮নং সদর ইউনিয়নে মোঃ আব্দুল হাকিম, মোঃ নূরুজ্জান, মোঃ জিলু মিয়া, মোঃ জামাল মিয়া, মোঃ ফজলু মিয়া, মোঃ মছব্বির মিয়া, মোঃ লিলন মিয়া, মোঃ গিরাস মিয়া, মোঃ মমিন উল্লা, মোঃ আব্দুল হান্নান, মোঃ নছরত উল্লা, মোঃ ফিরোজ মিয়া, চৌশতপুর পাঞ্জেঘানা মসজিদ, চৌশতপুর জামে মসজিদ, মদিনাতুল উলুম মাদ্রাসা, ৯নং বাউশা ইউনিয়নে বিধু দাশ গুপ্ত, মো হারুন মিয়া, চৌধুরীবাজার জামে মসজিদ, ১০নং দেবপাড়া ইউনিয়নে হাজী মো: মুহিত চৌধুরী, মোঃ আব্দুল মন্নান, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়, ফজলুল করিম, ১২নং কালিয়ারভাঙ্গা, ইমদাদুল ফজর, ফরহাদ আহমদ পাঠান, মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুর রহমান, ফজলুল হক, পুরানগাঁও পূর্বপাড়া জামে মসজিদ, ১৩নং পানিউমদা ইউনিয়নে মোঃ সাহানূর তালুকদার, নবীগঞ্জ পৌরসভায় হাজী মোঃ মোজাহিদ মিয়া, মোঃ রানা মিয়া, হোমল্যান্ড আইডিয়াল স্কুল। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, বর্তমান সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ, পৌর সভাপতি হাজী মুজাহিদ আহমেদ, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা কমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাজল মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে এসব বরাদ্দ নিয়ে এসেছি। আজ তৃণমূলের মাঝে বিতরণ করেছি। বরাদ্দক্রমে সঠিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দপ্রাপ্তদের প্রতি আহবান জানাচ্ছি। পরিশেষে তিনি ধারাবাহিক উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য তৃণমূলের প্রতি আহবান জানান। সেই সাথে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর