,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল ২৪ এপ্রিল রোজ মঙ্গলবার হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক বিবিয়ানাসহ বিভিন্ন পত্রিকায় “নবীগঞ্জের বাল্লারহাট বাজারে লাটিয়াল বাহিনীর কান্ড! সুরুজ উল্লাহ মার্কেটে ভাংচুর ৫ লক্ষাধিক টাকার মালামাল লুঠের অভিযোগ” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি পড়ে অবাক হলাম। কারণ একটি মিথ্যা ঘটনা সাজিয়ে সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। আমার বক্তব্য হলো দীর্ঘদিন যাবৎ ওই বাজারের মার্কেট নিয়ে প্রতিপক্ষ আমড়াখাইড় গ্রামের সুুরুজ উল্লাহ গংদের সাথে হামলা মামলাসহ বিভিন্ন বিষয়াধি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৩ এপ্রিল সোমবার সকাল ৬ টায় ২০/২৫ জনের একদল লাঠিয়াল বাহিনী আমাদের বাড়ির সংলগ্ন দোকান ঘরে আসিয়া দোকান ঘর ভাংচুর করে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা। যার তপশীল হলো- মৌজা ফতেহপুর জেএল নং ৫, খতিয়ান নং নামজারী ১৭/৮, দাগ নং ১৯৮ পরিমান ৩.৪৮ একরের মধ্যে ৩ শতক দোকান ঘরটি। ওই ঘটনায় আমার ভাই সাবাজ মিয়া বাদি হয়ে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারা নিজেরা আমাদের দোকানঘর ভাংচুর করে আমাদের মান সম্মান নষ্ট করতে সাংবাদিক ভাইদের ভূল তথ্য দিয়ে এমন সংবাদ পরিবেশন করিয়েছে। উদ্দেশ্য প্রনোদিতভাবে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রতিবাদকারী
মোঃ লিয়াকত আলী
পিতা: মৃত হাজি মন্নাফ উল্লাহ
সাং- আমড়াখাইড়
১নং বড় ভাকৈর ইউপি
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর