,

ডিআইজি মিজানকে দুদকের তল

বসময় ডেস্ক ॥ অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩রা মে রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, তার বিরুদ্ধে অবৈধ পন্থায় সম্পদ অর্জন ও দুর্নীতির পাওয়া গেছে। এই অভিযোগগুলো অনুসন্ধানের জন্য জিজ্ঞাসাবাদের করার উদ্দেশ্যে তাকে তলব করা হয়েছে।  প্রসঙ্গত, এক নারীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করায় আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে এক সংবাদ পাঠিকাকে উত্যক্ত ও প্রাণনাশের হুমকিসহ অবৈধভাবে বিপুল পরিমান স¤পদ অর্জন ও দুর্নীতিতে স¤পৃক্ততার অভিযোগ ওঠে এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।


     এই বিভাগের আরো খবর