,

নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন শেষ মুহুর্তে প্রচারনায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা

পিকলু দাশ ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটিরত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৮এপ্রিল অনুষ্ঠিত হবে। আর মাত্র ২দিন পরই প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থবরা। নির্বাচনে ৫টি পদের জন্য ১৩জন প্রার্থী কোমর বেধে ভোট যুদ্ধে নেমেছেন। মোট ভোটার সংখ্যা  ৭০৫ জন। বিগত নির্বাচনে ব্যবসায়ী ও ভিটার মালিকগণ ভোটার হলেও এবার শুধু ব্যবসায়ীদের ভোটার করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে পোষ্টার আার লিপলেটে ছেড়ে গেছে বাজারের গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অলিগলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা ব্যবসায়ী ভোটারদের সামনে গিয়ে হাজির হয়ে দোয়া ও ভোট চাইছেন। তবে ভোটাররা মুখ খুলতে নারাজ। তাদের মতে যারা সব সময় সুখে দুখে ব্যবসায়ীদের পাশে থাকবে এবং যাকে যোগ্য মনে হবে ভোট দিয়ে তার পাল্লাই ভারী করবেন। নির্বাচনে  সভাপতি পদে ৪জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। তারা হলেন বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন(প্রতীক ছাতা), সাবেক সভাপতি আমুন উদ্দিন(প্রতীক চেয়ার), সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিলবার (প্রতীক হরিণ), শাহিন আলম ছাও মিয়া (প্রতীক আনারস)। সহ-সভাপতি পদে জামাল চৌধুরী (প্রতীক সিলিং ফ্যান) ও জামাল আহমদ সুমন (প্রতীক দেয়াল ঘড়ি)। সাধারন সম্পাদক পদে প্রার্থীরা হলেন সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আশাহীদ আলী আশা (প্রতীক দোয়াত কলম), সাবেক সাধারন সম্পাদক শুয়াইবুর রহমান (প্রতীক সাইকেল), নোমান আহমদ(প্রতীক চাকা)। যুগ্মসাধারন সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান (প্রতীক বাল্ব), শহীদুল ইসলাম ভুট্রো (প্রতীক মই)। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম (প্রতীক মাছ), সাজ্জাদুর রহমান (প্রতীক ফুটবল)। কোষাধক্ষ পদে আবু ছায়েদ (প্রতীক তালাচাবি) মো: শাহানুর আলম (প্রতীক টিউবওয়েল)। প্রচার সম্পাদক পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারেক আহমদ নির্বাচিত হন। ২৮এপ্রিল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে। কে হাসবেন বিজয়ের হাসি নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।


     এই বিভাগের আরো খবর