,

নবীগঞ্জে এক বিধবার বাড়িতে হামলা ও লুটপাট ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামে এক বিধবার বাড়িতে বুধবার রাতে হামলা ও লুটপাটের ঘটনা সংঘটিত হয়েছে। হামলাকারীরা বিধবা
মনোয়ারা বেগমের বাড়িতে হামলার সময় ব্যাপক ভাংচুর চালায় এবং ৫ভড়ি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, নগদ টাকা, টেলিভিশন, মোবাইল ফোনসহ প্রায় ৪ ল টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে মনোয়ারা বেগম বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল হাকিম দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত শুনানী শেষে মামলাটি তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য নবীগঞ্জ থানায় প্রেরণ করেছেন। মামলার বিবরণে জানাযায়, পৌর এলাকার রাজনগর গ্রামের মৃত ছালেহ আহমদের স্ত্রী মনোয়ারা বেগম তার দায়ের করা মামলায় উল্লেখ করেন, একই গ্রামের মিজানুর রহমান, শিপন, লিপন গং তাদের যৌথ সম্পত্তি পুকুর জোরপূর্বক দখল করে আসছে। তারা তাদের হিস্যায় প্রাপ্ত উসুল দাবি করলে আসামীগণ তাদের প্রতি চরম প্তি হয়ে উঠে এবং প্রাণ নাশের হুমকি দেয়। গত ২৫ এপ্রিল রাত অনুমান রাত ৮ টায় পূর্ব বিরোধের জের ধরে আসামীগণ দেশীয় অস্ত্র লোহার রড, কুবের দা, শাবল, লাঠি, ফিকল ইত্যাদি নিয়া জনমনে ভয়ভীতি ও ত্রাস গৃষ্টি করে তার বসত বাড়ি ঘেরাও করে দরজা ও গ্রীল ভাংচুর করে বসত ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। আসামীরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে বসত ঘরের সুকেচ, ওয়ারড্রব, ষ্টীলের আলমীরা ভাংচুর করে ৫ ভড়ি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, নগদ এক লাখ পনের হাজার টাকা, ১টি ওয়ালটন টেলিভিশন, ১টি গ্যালাক্সি মোবাইল ফোন এবং তাদের ব্যবহৃত আসবাবপত্র, কাপড়চোপর, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি লুটপাট করে নিয়ে যায়। আসামীদের ভয়ে এসময় তারা বসত ঘরের একটি কে আশ্রয় নেন। আসামীরা যাবার সময় খুনের হুমকি দিয়ে যায় বলেও মামলায় উল্লেখ করেন।


     এই বিভাগের আরো খবর