,

চলে গেলেন ভাটি বাংলার নন্দিত জননেতা আতর আলী মিয়া

জেলা আওয়ামী লীগের শোক

স্টাফ রিপোর্টার ॥ তিনি ছিলেন একাধারে রাজনীতিবীদ, আদর্শ কৃষক, সামাজিক বিরোধ নিষ্পত্তির ন্যায় বিচারক। সামাজিক বিভিন্ন কর্মকান্ডে তার সরব
উপস্থতি ছিল সর্বক্ষেত্রে। শুরু হয়েছিল ইউনিয়ন পরিষদ সদস্য দিয়ে। পরে জনতার ভালবাসায় তিনি হয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর ভোটের মাধ্যমে দুই মেয়াদে নির্বাচিত সাধরণ সম্পাদক হিসাবে উপজেলা আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করেছিলেন তিনি। সকল ক্ষেত্রে সফলতা তাকে ভাটি বাংলার নন্দিত জননেতা হিসাবেই পরিচিতি দিয়েছিল। সেই জনপ্রিয় জননেতা আতর আলী মিয়া আর নেই। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি উপজেলার বিরাট গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল তুমূল বৃষ্টি থাকার পরও জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা ছুটে যান তার নামাজে জানাজায় অংশ নিতে। এমনকি পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ থেকেও অনেক নেতাকর্মী আসেন তাকে শেষ দেখা দেখতে। হাজার হাজার জনতার উপস্থিতিতে জানাজায় মুসল্লীদের উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান এমপি যখন জিজ্ঞেস করেন, আতর আলী মিয়া কেমন লোক ছিলেন, তখন উপস্থিত সবাই হাত তুলে বলেন, তিনি ভাল মানুষ ছিলেন। আতর আলী মৃত্যুকালে স্ত্রী এবং ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে ৪ বার আজমিরীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তরুণ বয়সে তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। উপজেলা আওয়ামীলীগের দুই মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এলাকায় সামাজিক সালিশে তিনি একজন ন্যায় বিচারক হিসাবে পরিচিত। আজমিরীগঞ্জ উপজেলায় তিনি সবচেয়ে বড় কৃষক। কয়েক হাজার একর জমিতে তিনি নিজেই বোরো ধান আবাদ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। গতকাল সোমবার বাদ আছর বিরাট গ্রামে নিজ বাড়ীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান, আওয়ামী লীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, জেলা পরিষদ সদস্য নজমূল হাসান, জেলা জাসদের সভাপতি এড. তাজ উদ্দিন সুফী, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল কদ্দুছ সেন, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া ও আহাদ মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির সামছু প্রমুখ। জানাজার পর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। জেলা আওয়ামী লীগের শোক ঃ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতর আলী মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান এমপি। এক শোক বার্তায় তারা বলেন, আতর আলী মিয়া ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী। তিনি আজীবন দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে কাজ করে গেছেন। বিশেষ করে ভাটি এলাকায় অত্যন্ত কষ্ট করে তিনি পাড়ায় পাড়ায় দলকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। আজমিরীগঞ্জ উপজেলায় তার নেতৃত্বে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী অবস্থানে পৌঁছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর